জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা ২৫ জুলাই, শনিবার বিকেল ৫টায় হাজির হয়েছিলেন ফেসবুক লাইভে। সুদীপ্ত সাইদ খানের সঞ্চালনায় এ লাইভ অনুষ্ঠানে শ্রাবণ্য নিজের সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলার পাশাপাশি কথা বলেন,






করো’না পরিস্থিতি, মডেলিং, উপস্থাপনাসহ নানা বিষয়ে। এমনকি বাদ যায়নি শ্রাবণ্যর শৈশব কৈশোরের গল্পও। শ্রাবণ্য নিজের শৈশব প্রে’মের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘প্রচুর ছে’লে আমা’র পেছনে ঘুরত। কিন্তু আমি কাউকে পাত্তা দিতাম না।’






তিনি আরও বলেন, ‘আমা’র একজন প্রে’মিক ছিলেন, যাকে আমি চিনতাম না। অজানা সেই প্রে’মিক প্রতিদিন রাত ১২টায় আমাদের বাড়ির পাশের ব্রিজে বসে প্রতিরাতে বাঁশি বাজাত।’
শ্রাবণ্য আরও জানান, তিনি প্রচুর সিনেমা’র প্রস্তাব পাচ্ছেন। এই মুহূর্তেও তার হাতে একটি সিনেমা’র স্ক্রিপ্ট আছে। ব্যাটেবলে মিলে গেলে হয়তো শিগগিরই শ্রাবণ্যকে দেখা যেতে পারে সিনেমাতেও।