Breaking News

প্রকৃত ভদ্র মেয়ে চেনার ৮টি বৈশিষ্ট্য

প্রকৃত ভদ্র মে’য়ে – প্রকৃত ভদ্র মে’য়েদের চেনার ৮টি বৈশিষ্ট্য দেখে নিন! ভদ্র মে’য়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য। একজন ভদ্র মে’য়ে (gentle girl) তার পরিবারের ও সমাজের জন্য গর্ব।

বর্তমান আধুনিক যুগে প্রায় সব মে’য়েই নিজেকে অ’ত্যাধুনিক মনে করে থাকেন। মূলত সে কারণেই অনেকেই বিভিন্ন ধরণের কু’রুচিপূর্ণ Cloth পরে নিজেকে অ’ত্যাধুনিক হিসেবে উপস্থাপনের নোংরা খেলায় মেতে রয়েছে। তাই ভদ্র মে’য়ে মানুষ চিনে রাখা সবার জন্যেই দরকার। তাই ভদ্র মে’য়েদের কিছু কমন বৈশিষ্ট্য নিচে তুলে ধ’রা হলো:

১) ভদ্র মে’য়েরা (gentle girl) সর্বপ্রথম তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে। এমন কিছু পরে না যাতে করে বাহিরের কেউ চোখ তুলে তাকাতে সাহস করে। অনেকে বোরখা পরতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

২) ভদ্র মে’য়েরা (gentle girl) প্রে’মের ব্যাপার নিয়ে খুব সিরিয়াস থাকে। তারা সচারচর প্রে’মে জড়াতে চাই না, কিন্তু যদি কারো সাথে প্রে’মে জড়িয়ে যায়, তাহলে মন প্রা’ণ দিয়ে চেষ্টা করে তা টিকিয়ে রাখতে।

৩) ভদ্র মে’য়েরা সবসময় বন্ধু, পরিবার এবং বয়ফ্রেন্ডকে আলাদাভাবে গুরুত্ব দেয়। একটির জন্য অ’পরটির উপর প্রভাব পরুক তা তারা চাই না। যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয় বেশি।

৪) ভদ্র মে’য়েদের রাগ একটু বেশি। যার উপর রেগে যায় তাকে মুখের উপর সব বলে দেয়। মনে কোনও রকম রাগ, হিংসে লুকিয়ে রাখে না। এতে অনেকের কাছে ঝগড়াটে উপাধিও পেয়ে বসে।

৫) ভদ্র মে’য়েদের (gentle girl) রাগের ঝামেলা পোহাতে হয় বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে। এরা রেগে থাকলে অযথা বয়ফ্রেন্ডকে ঝাড়ে। পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে। যে মে’য়ে তার বয়ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতে হবে সে তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে।

৬) ভদ্র মে’য়েরা (gentle girl) সাধারণত ফেসবুকে ছবি আপলোড দেয় না। যদি দেয় তাহলে প্রাইভেসি দিয়ে রাখে। ফেসবুকে কতিপয় লুলু পুরুষ থেকে তারা ১০০ হাত দূরে থাকে।

৭) ভদ্র মে’য়েদের বন্ধু/বান্ধবের সংখ্যা খুব সীমিত থাকে। ভদ্র মে’য়েরা আড্ডা বাজিতে খুব একটা যেতে চায় না। যার জন্য তাদের বন্ধু/বান্ধব থেকে ভাব্বায়ালি/আনকালচার খেতাব পেতে হয়।

৮) ভদ্র মে’য়েদের (gentle girl) কবিতা লেখার প্রতি আগ্রহ বেশি। তারা তাদের লেখা কবিতা সচরাচর কাছের মানুষ ছাড়া কাউকে দেখাতে চায় না। ভদ্র মে’য়েরা সাধারণ ঘর কুনো স্বভাবের বেশি হয়। ভদ্র মে’য়েদের কাছে পরিবারের সম্মানটুকু সবার আগে। তারা পরিবারের সম্মানের বি’রুদ্ধে কোনও কাজ কখনও করে না।

About Utsho

Check Also

হোটেলের বিছানার চাদর-বালিশ সাদা হওয়ার কারণ কী?

ঘুরতে নিশ্চয় ভালোবাসেন! আর দূরে কোথাও ঘুরতে যাওয়া মানেই হচ্ছে কোনো না কোনো হোটেলে রাত্রি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *