Breaking News

প্রকাশ্যে সুশান্তের শেষ গান (ভিডিও)

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ সিনেমা ‘দিল বেচারা’। শুক্রবার (১০ জুলাই) এই সিনেমার টাইটেল ট্র্যাক প্রকাশ করেছেন নির্মাতারা।

‘দিল বেচারা’ শিরোনামের গানটি গেয়েছেন এআর রহমান। সুশান্তের শুটিং করা শেষ গান এটি। গানে দেখা যায়, সুশান্ত একজন কলেজ শিক্ষার্থী। নাচের মাধ্যমে সবার মন জয় করছেন।

গানটি এক টেকে দৃশ্যধারণ হয়েছে। পরিচালক ‍মুকেশ ছাবড়া বলেন, ‘এটি সুশান্তের করা শেষ গান। ফারাহ খান সুশান্তের সঙ্গে একদিন গানের মহড়া করেছেন এবং এরপর এক টেকে পুরো গানের দৃশ্যধারণ হয়েছে। এই পর্যন্তই। শুধু একটি শট। এই গানের দৃশ্যগুলো খুবই সাধারণ ছিল এবং সুশান্ত খুব ভালো ড্যান্সার হওয়ায় এটি আরো সহজ হয়েছে।’

কোরিওগ্রাফার ফারাহ খান বলেন, ‘এই গানটি আমার খুবই প্রিয় কারণ এতে প্রথমবারের মতো সুশান্তকে কোরিওগ্রাফি করেছি। আমাদের দুজনের অনেক সুসম্পর্ক থাকলেও একসঙ্গে কখনো কাজ করা হয়নি। আমি এটি এক শটে শেষ করতে চেয়েছিলাম কারণ জানতাম সুশান্ত এটি খুব ভালোভাবেই পারবে। আমার মনে আছে, একটি রিয়েলিটি শোয়ে সুশান্ত অতিথি হিসেবে এসেছিল এবং সেটির বিচারক আমি ছিলাম। সেখানে প্রথমবার কোনো প্রতিযোগীর চেয়ে অতিথি ভালো নেচেছিল।’

দিনের অর্ধেক সময়ে শুটিং শেষ হওয়ায় সুশান্তকে রান্না করে খাইয়েছিলেন ফারাহ। তিনি বলেন, ‘আমরা পুরো একদিন নাচের মহড়া করি। পরদিন অর্ধেক বেলাতেই শুটিং শেষ হয়। পুরস্কারস্বরূপ সুশান্ত আমার রান্না খেতে চায় এবং আমি তার আবদার রাখি। যখন গানটি দেখি আমার মনে হয় এতে সে কতটা প্রাণবন্ত ও খুশি ছিল। এটি সবসময়ই আমার কাছে বিশেষ গান হয়ে থাকবে।’

‘দিল বেচারা’ সিনেমাটিতে ‍সুশান্ত ছাড়াও অভিনয় করেছেন সানজানা সাংঘাই, সাইফ আলী খান প্রমুখ। ২০১৩ সালে প্রকাশিত জন গ্রিনের সর্বাধিক বিক্রিত বই ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স’ অবলম্বনে সিনেমাটি তৈরি। আগামী ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে এটি মুক্তি পাবে।

দেখুন: দিল বেচারা গানটি

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *