রাতে খাবার পর শুয়েছিলেন এক যুবক। তখনই আচ’মকা একটি বিষধর গোখরা তার প্যান্টের ভেতর ঢুকে পড়ে।
তারপর শুরু হয় জীবন-মৃ’ত্যুর টানাটানি। সম্মুখীন হতে হয় ভ’য়ানিক পরিস্থিতির। ভা’রতের উত্তরপ্রদেশের মির্জা’পুরের সিকন্দরপুর গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। বিপদে পড়া ওই যুবকের নাম লাভকেশ কুমা’র।
শুক্রবার ভা’রতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টা জানায়, ওই গ্রামে বিদ্যুতের পোলে কাজ করতে গিয়েছিলেন লাভকেশ ও তার সঙ্গীরা। রাতে খেয়েদেয়ে শোয়ার পর লাভকেশের প্যান্টে ঢুকে পড়ে গোখরাটি। রাতেই বুঝতে পারেন লাভকেশ।
তারপরই ভ’য়ে, আতঙ্কে লাভকেশ ও তার সঙ্গীরা কী’ করবেন বুঝে উঠতে পারছিলেন না। ঘণ্টার পর ঘণ্টা তার প্যান্টের ভেতরই থাকে সাপটি। এরই মধ্যে গ্রামবাসীরাও খবর পেয়ে চলে আসেন। কিন্তু এত সব কিছুর মাঝে সাপটি তাকে কামড়ায়নি।
সাত ঘণ্টা একটি পিলার ধরে দাঁড়িয়ে ছিলেন লাভকেশ। তারপর ভোরবেলা এক সাপু’ড়েকে খবর দিয়ে আনা হয়। তিনি এসে খুব সাবধানে ও কায়দা করে সাপটিকে প্যান্ট থেকে বের করেন। হাঁফ ছেড়ে বাঁচেন লাভকেশ। ভ’য়ে পাথর হয়ে গিয়েছিলেন লাভকেশ।
কিন্তু সাপু’ড়ে প্যান্ট কে’টে খুব সাবধানে সাপটিকে বের করে আনে।এই ঘটনার একটি ভিডিও ভাই’রাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই সময় যুবকের মানসিক অবস্থায় কথা ভেবে অনেকেই আঁতকে উঠছেন।