Breaking News

পু’লিশ আংকেল নতুন জামা কিনে দেন

পুলিশ আংকেল আমাদের বাড়িতে বন্যার পানি উঠেছে। রাস্তায় থাকি। এ অবস্থায় আব্বু কামলা দিতে পারছে না। এদিকে, করোনায় তেমন কামাইও নাই। আব্বু বলছে এ ঈদে কিছু দিতে পারবে না।

আমরাদেরও ইচ্ছে করে অন্যদের মতো ঈদের আনন্দ করতে। পুলিশ আংকেল আমায় নতুন জামা কিনে দেন। নতুন জামা পড়ে আব্বুর সাথে ঈদে যাব।

এমনি করে আকুতি কণ্ঠে বলছিলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর এলাকার রাস্তায় উপর থাকা বানভাসী ও হতদরিদ্র শিশু মেহেদী হাসানসহ বন্যার্ত শিশুরা।

বানভাসী বন্যার্ত এসব শিশুদের আবেক আর উৎকণ্ঠা কথাও মনযোগ দিয়ে শুনছিলেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।

তিনি বলেন, সম্প্রতি গত কয়েকদিন আগে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণের সময় মেহেদী হাসান নামে একটি শিশু আমাকে জড়িয়ে ধরেই এমন আবদার করে। পরে কোমলমতি শিশুদের জন্য ব্যক্তিগত অর্থে নতুন শার্ট-প্যান্টের ব্যবস্থা করা হয়।

এরপর আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ওই শিশু মেহেদী হাসানসহ প্রায় অর্ধশতাধিক বানভাসী অসহায় বন্যার্তদের শিশুদের মাঝে নতুন জামা পড়িয়ে দেয়া হয়। এছাড়াও গত বৃহস্পতিবার দুপুরে নতুন জামা বিতরণ করা হয়েছে। শুধু তাই নয়।

বানভাসী এসব শিশুদের মাঝে চকলেট, রান্না করা খাবার ও সব বয়সি মানুষদের মাঝে করোনা সংক্রমণরোধে মাস্কও দেয়া হয়েছে। ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, উপ-পরিদর্শক এসআই টিটু চৌধুরী, এসআই মো. লিটন মিয়াসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

নতুন জামাসহ ঈদ উপহার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন- পুলিশ আংকেল আমাদের নতুন জামা ও ঈদ উপহারসহ সেমামিও দিয়েছি। আংকেলের দেয়া নতুন জামা পড়ে শনিবার ঈদে আনন্দ করব। পুলিশ আংকেলকে ধন্যবাদ।

বানভাসি এসব শিশুদের নতুন জামা ও ঈদ উপহারের বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন- বন্যার্ত শিশুদের মাঝে গত বৃহস্পতিবার ও আজ শুক্রবার ব্যক্তিগত অর্থে নতুন জামা ও ঈদ উপহার দেয়া হয়েছে।

দেয়া হয়েছে অন্যান্য সামগ্রী। বানভাসী অসহায় পরিবারের শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য সামান্য উপহার প্রদান করেছি। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে আমি সবসময় পাশে থাকব।

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *