৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। ফলাফলে বিভিন্ন ক্যাডারে মোট দুই হাজার ২০৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে পররাষ্ট্র ক্যাডার পেয়েছেন ২৫ জন। কিন্তু মজার ব্যাপার হলো—ফেসবুকভিত্তিক জব গ্রুপগুলোতে পররাষ্ট্র ক্যাডার পাওয়ার দাবি করে ‘উচ্ছ্বাস’ প্রকাশ করেছেন শ খানেক লোক। অর্থাৎ অনেকেই ফেসবুকে ক্যাডার পাওয়ার মিথ্যা দাবি করছেন!
কিন্তু কেন? কেউ কেউ হয়তো নিছক মজা করে এমনটি করেছেন। কিন্তু ক্যাডার পরিচয়ে প্রতারণা, বিয়ে, কোচিং ব্যবসার খবর সংবাদমাধ্যমে প্রায়ই আসছে। তাই এ ব্যাপারে সবারই সতর্ক থাকা জরুরি। ব্যাপারটা নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।