Breaking News

পাইকগাছায় চিংড়ি চাষীর রহস্যজনক মৃত্যু

খুলনার পাইকগাছার শিলেমানপুর আনারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

সে তালা থানার প্রসাদপুর গ্রামের মোস্তফা সরদারের ছেলে। দীর্ঘদিন শিলেমানপুর শ্বশুর বাড়ীতে থেকে চিংড়ি চাষ করে আসছে। প্রতিদিনের ন্যায় আনারুল বুধবার রাতে তার নিজস্ব চিংড়ি ঘেরে যায়। রাতের কোন এক সময় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানায়, মরদেহটির গলায় নেট দিয়ে বাসার চালে বাঁধা ছিল। পা দুটি হাটুভাঙ্গা অবস্থায় ছিল। এছাড়া তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষণ হয়েছে।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান এবং সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তিনি বলেন, মৃত্যুটি রহস্যজনক। রিপোর্ট আসার পর ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

About Utsho

Check Also

হোটেলের বিছানার চাদর-বালিশ সাদা হওয়ার কারণ কী?

ঘুরতে নিশ্চয় ভালোবাসেন! আর দূরে কোথাও ঘুরতে যাওয়া মানেই হচ্ছে কোনো না কোনো হোটেলে রাত্রি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *