Breaking News

পরীমনির সাড়ে ৩ কোটি, অপুর ৪৬ লাখ!

বাংলা সিনেমা’র জনপ্রিয় নায়িকা পরীমনি ও অ’পু বিশ্বা’স। টানা দুই ঈদে দুটি গাড়ি কিনেছেন তারা। অ’পু কিনেছেন অডি থ্রি সেলুন, পরীমনি রয়েল ব্লু রঙের মাসেরাতি।

করো’নার এই দুঃসময়ে বেশির ভাগ শিল্পী ও কলাকুশলী ঘরে বসে আছেন। কলাকুশলীদের অনেকে অর্থক’ষ্টে ঢাকা ছেড়েছেন যেখানে দুই নায়িকার বাড়িতে নতুন গাড়ি বিস্মিত করেছে চলচ্চিত্রের অনেককে। কেউ কেউ আবার অ’ভিনন্দনও জানিয়েছেন।

পরীমনির ইতালিয়ান অ’ভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের রয়েল মাসেরাতি ব্রান্ডের গাড়িটি

গত ঈদে পরীমনি কিনেছেন ইতালিয়ান অ’ভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের রয়েল মাসেরাতি ব্রান্ডের একটি গাড়ি। আম’দানিকারক সূত্রে জানা যায়, বাংলাদেশে এ গাড়ির দাম কমপক্ষে সাড়ে তিন কোটি টাকা।

ক্যারিয়ারের শুরুতে কিন্তু এত দামি গাড়ি ব্যবহার করতেন না ঢালিউডের এই নায়িকা। পরীমনি ব্যবহার করতেন টয়োটা ব্যান্ডের প্রিমিও মডেলের একটি গাড়ি। তবে ব্যবহারের পাশাপাশি গাড়ি সংগ্রহের প্রতিও ঝোঁক রয়েছে এই নায়িকার। আর তাই মাঝে সত্তরের দশকের নীল রঙের একটি মিতসুবিশি লেন্সার কিনেছিলেন ব্যক্তিগত সংগ্রহশালার জন্য।

গাড়ির ব্যাপারে বরাবরই শৌখিন এ নায়িকা। সবশেষ ব্যবহার করেন প্রায় কোটি টাকা দামের হ্যারিয়ার। সাদা রঙের সেই গাড়ি গত ২৪ জুন দুর্ঘ’টনায় দুমড়ে–মুচড়ে যায়।
অ’পু বিশ্বা’সের লাল রঙের অডি থ্রি সেলুন গাড়িটি

এদিকে এবার ঈদে (ঈদুল আজহা) নতুন গাড়ি কিনেছেন অ’পু বিশ্বা’স। তিনি কিনেছেন লাল রঙের অডি থ্রি সেলুন। গাড়িটির নিবন্ধন ফিসহ ক্রয় করতে অ’পুর খরচ করতে হয়েছে ৪৫ লাখ ৮০ হাজার টাকা।

অডি ঢাকা সূত্রে জানা গেছে, ৩০ জুলাই লাল রঙের অডি থ্রি সেলুন কার চিত্রনায়িকা অ’পু বিশ্বা’সকে হস্তান্তর করা হয়েছে। নায়িকা নিজে উপস্থিত থেকে গাড়িটি গ্রহণ করেছেন।

টানা দুই ঈদে কোনো সিনেমাই মুক্তি পায়নি ঢালিউডের এই দুই নায়িকার। এরপরেও নতুন নতুন গাড়ি কেনায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তারা।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *