Breaking News

পবিত্র হ’জে প্রথমবারের মতো নারী পু’লিশ

সৌদি আরবের ম’ক্কায় পবিত্র হ’জে নিরাপ’ত্তা রক্ষায় প্রথমবারের মতো দেশটির নারী পু’লিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গত বছর দেশটির সরকার পুরুষদের মতো দেশটির সে’নাবাহিনীসহ অন্যান্য নিরাপ’ত্তাবাহিনীতে নারীদের নিয়োগ এবং মু’সলিম’দের পবিত্র উৎসব হ’জের নিরাপ’ত্তায় নারীরা নিয়োজিত ‘হতে পারবেন বলে জানানো হয়।

এ বছর করো’নাভাই’রাসের বিস্তার ঠেকাতে কঠোর স্বাস্থ্য-সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। এবারের হ’জযাত্রীরা ভিন্ন এক বাস্তবতায় পবিত্র হ’জ পালন করছেন।

দেশটির পু’লিশ সার্ভিস ট্রেইনিং থেকে প্রথম ব্যাচে যেসব নারী গ্রাজুয়েট নিয়োগ পেয়েছেন তাদের একজন আফনান আবু হুসেইন। সৌদি টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি আমা’দের গর্ব এবং আনন্দের উৎস। অন্যান্য সময়ের তুলনায় হ’জ আমা’দের জন্য খুবই ব্যস্ত একটি মৌসুম।

ম’ক্কার পবিত্র গ্রান্ড ম’সজিদ থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে হ’জ যাত্রীদের যাত্রা শুরুর মাধ্যমে হ’জের মূল কার্যক্রম বুধবার থেকে শুরু হয়েছে। হ’জ যাত্রীদের সুরক্ষায় ব্যাপক স্বাস্থ্য-ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি ক’র্তৃপক্ষ।

দেশটির হ’জ ও ওম’র’াহ কল্যাণবি’ষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক সারি আসিরি বলেছেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হ’জযাত্রীদের প্রত্যেক দলের জন্য এক নেতা নির্ধারণ করে দেয়া হয়েছে। তারা হ’জযাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত এবং চলাফেরা নিয়ন্ত্রণে কাজ করবেন।

তিনি বলেন, এছাড়াও প্রত্যেক দলে একজন করে স্বাস্থ্য কর্মক’র্তা রয়েছেন; যারা হ’জযাত্রীদের শারীরিক অবস্থা নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেবেন।

ম’ক্কায় পৌঁছানোর আগে হ’জযাত্রীদের সুস্থতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের কর্মক’র্তারা কঠোর বাছাই প্রক্রিয়া অনুসরণ করেছিলেন বলে জানান তিনি। আসিরি বলেন, আম’র’া প্রত্যেক হ’জযাত্রীর বাড়ি পরিদর্শন এবং তাদের সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করেছি। ম’ক্কায় হোটেলে নিরাপ’দে পৌঁছানোর আগে পর্যন্ত প্রত্যেকদিন আম’র’া তাদের পর্যবেক্ষণ করেছি।

হ’জযাত্রীদের সেবায় নিয়োজিত সব কর্মীকেও স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচিত ‘হতে হয়েছে। পরীক্ষায় কোভিড-১৯ মুক্ত নিশ্চিত হওয়ার পর দায়িত্ব পালনের সায় পান তারা।

প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ মু’সলিম পবিত্র হ’জ পালন করলেও চলতি বছর করো’নাভাই’রাস মহা’মা’রির কারণে হ’জযাত্রীর সংখ্যা মাত্র এক হাজারে নামিয়ে আনা হয়েছে। এই হ’জযাত্রীদের প্রত্যেকেই সৌদিতে বসবাসকারী; এবার বাইরে থেকে কেউই হ’জ পালনের সুযোগ পাননি।

হ’জের বিধি-বিধান পালনের সময় সৌদি সরকারের নির্দেশনা উপেক্ষা করা হলে জ’রিমানার বিধান করা হয়েছে। অনুমতি ছাড়া পবিত্র হ’জের স্থাপনায় প্রবেশ করলে এক হাজার সৌদি রিয়াল জ’রিমানা গু’নতে হবে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘোষণা দিয়েছে। বারবার একই ধরনের অ’পরাধ করলে জ’রিমানার পরিমাণ বৃ’দ্ধি পাবে।
সূত্র: আরব নিউজ

About Utsho

Check Also

খৃষ্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সাবেক বিশ্ব সুন্দরী মার্কেটা

চেক প্রজাতন্ত্রের সাবেক বিশ্ব সুন্দরী মার্কেটা কোরিনকোভা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খৃষ্ট ধর্ম ত্যাগ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *