Breaking News

নীলফামারীতে ভাদ্র মাসের কু’সংস্কারের বলি নববধূ

বিয়ে করেছেন মাত্র দেড় মাস। এরই মাঝে চলে এসেছে ভাদ্র মাস। এলাকার রীতি অনুযায়ী পুরো ভাদ্র মাস নতুন স্বামী-স্ত্রী একে অপরের মুখ দেখতে পারবে না। আর সেই কু’সংস্কারের ব’লি হলেন এক নববধু।

জানা গেছে, অনেক চেষ্টার পরও স্বামীর দেখা না পেয়ে অভিমান আ’ত্মহ’ত্যা করেন সুমনা আক্তার নামের ওই নববধূ। শনিবার (২২ আগস্ট) সকালে নীলফামারীর ডিমলা উপজেলায় এ ঘটনা ঘটে। সুমনা উপজেলার পশ্চিম ছাতনাই ইউপির কালিগঞ্জ গ্রামের সুলতান আলীর মেয়ে।

জানা যায়, দেড় মাস আগে সুমনার সঙ্গে উপজেলার বালাপাড়া ইউপির ছাতনাই বালাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রফিজুল ইসলামের বিয়ে হয়। এরই মাঝে চলে আসে ভাদ্র মাস। এ মাসে স্বামীর মুখ দেখা যাবে না এজন্য নববধূ সুমনা ভাদ্র মাসের একদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসে।

কিন্তু স্বামীর প্রতি ভালবাসায় আর স্বামীকে দেখতে না পাওয়ায় তিনি মনক’ষ্টে ভুগছিলেন। এ অবস্থায় সুমনার বাবা সুমনাকে বেড়াতে পাঠিয়ে দেন উপজেলার বালাপাড়া ইউপির বসুনিয়া পাড়ায় মামার বাড়িতে। মামার বাড়িতে গিয়েও সুমনা ভালোবাসার মানুষটিকে দেখতে চায়। কিন্তু স্বামী তাকে আর কয়েক দিন একা থাকার জন্য অ’নুরোধ করেন।

এতে সুমনা অ’ভিমান করে সবার অ’জান্তে শুক্রবার রাতে বি’ষ পান করে আ’ত্মহ’ত্যা করেন। মামার বাড়ির লোকজন তাকে দ্রু’ত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃ’ত্যু হয়।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম আ’ত্মহ’ত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লা’শ উ’দ্ধার করে ম’য়নাত’দন্তের জন্য নীলফামারীর জেনারেল হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ডিমলা থানায় একটি ইউডি মা’ম’লা দা’য়ের করা হয়েছে।

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *