Breaking News

নিজে বাঁচতে স্বামীকে অস্বীকার করলেন ডা. সাবরিনা

প্রাণঘা’তী করো’না ভাইরা’সের ভু’য়া রিপোর্ট কেলেঙ্কারিতে ফেঁ’সে যাওয়া জেকেজি হাসপাতালের প্রধান নির্বাহী (সিইও) আরিফ চৌধুরীর সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক অস্বীকার করেছেন জেকেজির অভিযুক্ত চেয়ারম্যান ডা. সাবরিনা।

তিনি বলেছেন, জেকেজির সিইও আরিফ চৌধুরী এ মুহূর্তে আমার স্বামী না। আমরা আলাদা থাকছি। ডি’ভোর্স লেটার পাঠিয়েছি। আরও দুই মাস বাকি আছে (ডি’ভোর্স কার্যকর হতে)।এদিকে আজ রবিবার (১২ জুলাই) ডা. সাবরিনাকে পু’লিশের তেজগাঁও ডিসি কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

আরিফ চৌধুরীর সঙ্গে সম্পর্ক না থাকলে তাহলে তার প্রতিষ্ঠানে কেন গেলেন বা কেন কাজ করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জেকেজির স্বাস্থ্যকর্মীদের আমি ট্রেনিং দিতাম। আমি শুধুর ট্রেনিং সেন্টার পর্যন্ত যেতাম। তিনি জেকেজির চেয়ারম্যান নন বলেও দাবি করেন।

গতকাল শনিবার (১১ জুলাই) এক সাক্ষাৎকারে ডা. সাবরিনা এসব কথা বলেন। সাবরিনা বলেন, জেকেজির প্র’তারণার বিষয়ে আমি আগেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছিলাম।

তবে ডা. সাবরিনা চেয়ারম্যান নন দাবি করলেও পু’লিশ বলছে, তার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন গ্রেফ’তার হওয়া তার স্বামী আরিফুল। শিগগিরই সাবরিনাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তারা।

করো’না পরীক্ষার মনগড়া রিপোর্ট দেয়া নিয়ে এখন আলোচনায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। অপক’র্মের অভিযোগে প্রতিষ্ঠানের সিইও, তার স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জন কারাগারে।

সাবরিনা আরিফ বলেন, জেকেজির চেয়ারম্যান হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং এটা ওভাল কোম্পানির একটি অঙ্গসংগঠন। ওভাল গ্রুপ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। যেখানকার মালিক হচ্ছেন আরিফুর রহমান

প্রায় ৩ মাস ধরে নমুনা সংগ্রহের নামে যে প্র’তারণা করেছে জেকেজি, সে কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিলেন সাবরিনাও। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে নিজেকে চেয়ারম্যান পরিচয় দিয়ে সাক্ষাৎকারও দিয়েছেন। তবে এখন কেন পদ-পদবীর কথা অস্বীকার করছেন?

সাবরিনা এ বিষয়ে বলেন, আমি ওনাকে কাজ পাইয়ে দিয়েছি, দিতাম এটা পুরোপুরি মিথ্যে কথা। এখন অভিযোগ প্রমাণ হোক।পু’লিশ বলছে, জেকেজির প্র’তারণা থেকে সাবরিনার কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই।

কারণ তার স্বামী আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের সঙ্গে সাবরিনার সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।এসপি হারুন বলেন, সাবরিনার কথাও এসেছে। আমরা যখন এমডিকে জিজ্ঞাসা করেছি তখন সে বলেছে, চেয়ারম্যান আমার স্ত্রী।

About Utsho

Check Also

সেই মা’রিয়াকে নিয়ে খেলায় মা’তলেন ডিসি

সাতক্ষীরার কলারোয়া উপজে’লার হেলতলা ইউনিয়নের খলিসা গ্রামে পরিবারের সব স্বজন হা’রানো সেই মা’রিয়া সুলতানা এখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *