Breaking News

নিজের মেয়েকে ‘বোন’ বলে পরিচয় দিতেন এই অভিনেত্রী!

গত বৃহস্পতিবার রাত থেকে অ’ভিনেত্রী তানিন সুবহার বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহুর্তেই ভাই’রাল হয়ে যায় ছবি গুলো। শুধু অন্তরঙ্গ ছবি নয় ফাঁ’স হল তার বহু অ’নৈতিক কর্মকা’ণ্ডের তালিকা।

এই ছবি ফাঁ’সের পরই জানা যায়, তানিন সুবহা অবিবাহিত নন। ২০০৮ সালে তিনি স্বামী পনিরকে ডিভোর্স দেন। সে ঘরে তৃষিতা নামের ১২ বছরের এক মে’য়ে আছে। তবে তার মে’য়ে তাকে মা বলে ডাকে না। নিজেকে ‘অবিবাহিত’ প্রমাণ করতে নিজের মে’য়েকে ‘আপু’ ডাকতে শেখান তানিন

বিষয়টি গো’পন রেখে এফডিসিতে চলতেন তানিন সুবাহ। নিজের ক্যারিয়ার বাঁ’চাতে নিজের মে’য়েকে আপু ডা’কার জন্যও প্রাক্টিস করিয়েছেন বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। সেই অনুযায়ী, আপন মে’য়ে মাকে মানুষের সামনে আপু বলে ডাকে। বিষয়টি নিয়ে গত কয়েকদিন থেকেই এফডিসি এলাকায় জো’র আলোচনা।

তানিন সুবহা স’ম্পর্কে পাওয়া যাচ্ছে চ’মকপ্রদ তথ্য। বিভিন্ন অনুষ্ঠানে নিজের মে’য়েকে নিয়ে আসেন তানিন সুবহা। এমনকি মে’য়ের জন্ম’দিনেও সবাইকে নিয়ে কেক কাটেন। তবে মে’য়ে পরিচয় নয়, বোন পরিচয় দিয়েই, এসব করছেন তিনি।

সম্প্রতি কয়েকজন যুবকের সঙ্গে তানিন সুবহার ছবি প্রকাশ পায়। এদেরই একজন রাব্বি। জানা গেছে, তানিন সুবহার প্রে’মিক ছিলেন রাব্বি। রাব্বি একটাই কথা বললেন, ‘এসব এখন অ’তীত।’

তানিন সুবহার হাতে কোনো ছবি না থকলেও দামি গাড়ি হাকিয়ে বেড়ান এবং নিজের মা, বাবা, ভাই, বোনসহ পুরো সংসারটি তিনিই পরিচালনা করেন। একটি পার্লার রয়েছে খিলগাঁও এলাকায়। সেই পার্লার ব্যবসার আড়ালেও শোনা যায় নানা গুঞ্জন।

উল্লেখ্য, ২০১৫ সালে নিজ বিউটি পার্লারের কর্মী টুনিকে অ’পহ’রণ এবং অ’নৈতিক স’ম্পর্কের জড়ানোর অ’ভিযোগে গ্রে’প্তার হয়েছিলেন তানিন সুবহা। অ’পহ’রণ ছাড়াও তার বি’রুদ্ধে নানা অ’নৈতিক কর্মকা’ণ্ডের অ’ভিযোগ রয়েছে। মা’মলা’টি এখনও বিচারাধীন। গত ২৮ অক্টোবর টুনি নামের এক বিউটিশিয়ানের পরিবারের অ’ভিযোগের ভিত্তিতে তানিনকে গ্রে’প্তার করে রাজধানীর সবুজবাগ থা’না পু’লিশ।

‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অ’ভিষেক ঘটে তানিন সুবহার। ছোটপর্দায় অ’ভিষেক হয় আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাট’কে অ’ভিনয়ের মধ্য দিয়ে। তার পর থেকেই দ্বিতীয় সারির নায়িকা হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *