রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার বলা হয়েছে, ট্রেনে ভ্রমণের জন্য ক্রয়কৃত টিকেট, রিটার্ন টিকেট অথবা নির্দিষ্ট মেয়াদি টিকেট হস্তান্তরযোগ্য নয়।
এটি কেবল যে ব্যক্তি বা যাত্রীর ভ্রমণের জন্য প্রদান করা হবে সেই ব্যক্তি এবং উহাতে সুনির্দিষ্টভাবে যেসব স্থানে বা মধ্যে ভ্রমণের অনুমতি প্রদান করা হবে সেই স্থানসমূহের মধ্যে প্রযোজ্য হবে।
রেল মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি ট্রেনে ভ্রমণের নিজ টিকেট,
রিটার্ন টিকেট অথবা নির্দিষ্ট মেয়াদি টিকেট কারো কাছে হস্তান্তর বা বিক্রয় করে তাহলে উক্তরূপ বিক্রেতা তিন মাস পর্যন্ত কারাদ-ণ্ডে দ-ণ্ডি-ত হবে অথবা অর্থদ-ণ্ড অথবা
উভয় প্রকারের দ-ণ্ডে দ-ণ্ডিত হবে এবং অনুরূপভাবে টিকেটের ক্রেতা অন্যের টিকেট ব্যবহার করলে অথবা ব্যবহার করার চেষ্টা করলে সে একবার একক ভ্রমণের সমান অতিরি-ক্ত ভাড়ার জন্য দ-ণ্ডি-ত হবে।’
অনলাইন/মোবাইল অ্যাপ হতে নিজে টিকেট কে-টে রেলভ্রমণ করতে বলা যাচ্ছে এবং অন্যের নামে ক্রয়কৃত টিকেটে রেলভ্রমণ হতে বিরত থাকতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।