Breaking News

নায়কেরা কি নায়িকাদের মত বিছানায় শুয়ে কাজ পাই?

সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর পর স্বজনপ্রীতি নিয়ে উত্তাল বলিউড। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কি এমনই অবস্থা? এখানেও কি স্বজনপ্রীতি নীতির ওপর ভিত্তি করেই কাজ পান শিল্পীরা?

দিন দুই আগে এই নিয়ে অ’ভিনেত্রী শ্রীলেখা মিত্র একটি ভিডিও পোস্ট করেন তাঁর ইউটিউব চ্যানেলে। সেখানে তিনি অ’ভিযোগ তোলেন টলিউডেও স্বজনপ্রীতি রয়েছে।এখানেও শিল্পীর কাজ পাওয়া বা না পাওয়া নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তিগত স’ম্পর্কের ওপর।

এই নিয়েই শ্রীলেখাকে নাম না করে পালটা দিলেন অ’ভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের ইউটিউবে শ্রীলেখা ১ ঘণ্টা ৯ মিনিটের যে ভিডিওটি পোস্ট করেছিলেন সেখানে কিছু বিতর্কিত কথা বলেন তিনি। বলেন তিনি যখন ইন্ডাস্ট্রিতে আসেন তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি রাজত্ব করছে।

তাই জুটি তৈরি করার সুযোগই তিনি পাননি। প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিয়েই ছবি তৈরি করতে চাইতেন পরিচালক-প্রযোজকরা। তাঁর ভাগে জুটত সেকেন্ড হিরোইন বা পার্শ্বচরিত্র। এরপর সময় বদলাল। নতুন জুটি তৈরি হলো। ছবিতে নতুন হিরো-হিরোইন এল।

কিন্তু শ্রীলেখার অ’ভিযোগ তার অবস্থা তেমনই থেকে গেল। কারণ কোনো পরিচালক বা প্রযোজক বা অ’ভিনেতার সঙ্গে তিনি প্রে’মের স’ম্পর্কে জড়িয়ে পড়েননি। তাই সৃজিত মুখোপাধ্যায়, যিনি শ্রীলেখার ভালো বন্ধু ছিলেন, তাঁর ছবিতেও সুযোগ এল না।

সরাসরি অ’ভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম করে তিনি বলেন, স’ম্পর্কের কারণেই সৃজিত স্বস্তিাককে তাঁর ছবিতে নিয়েছিলেন। এই অ’ভিযোগের পরই ফুঁসে ওঠেন স্বস্তিকা। ফেসবুকে তিনি পোস্ট করেন, যখন কোনো অ’ভিনেত্রী কোনো পরিচালকের সঙ্গে এক বা একের বেশি ছবি করলেই প্রে’ম করা বা সরাসরি বিছানায় যাওয়ার গুজব ওঠে।

এর পরিপ্রেক্ষিতে একটি যু’ক্তিও দিয়েছেন স্বস্তিকা। লিখেছেন, বেশ। তা আমি এক পরিচালকের সঙ্গে তার জীবনের ১৭টা ছবির মধ্যে আড়াইখানা ছবি করেছি (২টি মুখ্য চরিত্র, ১টি অ’তিথি শিল্পী)।

কিন্তু যেহেতু এই পরিচালকের সঙ্গে সৌমিক হালদার ১১টা, অনুপম রায় ৯টা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৭টা, যিশু সেনগুপ্ত ৭টা, অনির্বাণ ভট্টাচার্য ৬টা এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৬টা কাজ করেছেন, তাঁরা নিশ্চয় আরও বেশি করে শুয়ে আর প্রে’ম করে কাজগুলো পেয়েছেন? তাহলে সবাই উভকামী ও সুযোগসন্ধানী?

যু’ক্তি তো সবার ক্ষেত্রেই এক হওয়া উচিৎ, তাই না? তাঁর ইঙ্গিত যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের দিকে, তা বলার অ’পেক্ষা রাখে না। যদিও এর উত্তরে শ্রীলেখা এখনও কিছু বলেননি।

সূত্র: সংবাদ প্রতিদিন

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *