Breaking News

নায়কদের বিছানায় যাইনি, বিষ্ফোরক রাবিনা

বলিউডের তরুণ তারকা সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যু এই ইন্ডাস্ট্রির মেরুকরণকে আরও স্পষ্ট করে দিয়েছে। গোটা বলিউডই একটা ব্যবসা এবং এখানে ইনসাইডার-আউটসাইডার পলিসিই চলে।

সম্প্রতি উঠে এসেছে এমনই নানা চাঞ্চল্যকর তথ্য। এই হিন্দি সিনেমা’র জগতে নাকি শুধুই তাবড়দের প্রভাব এবং তাদের প্রভাবশালী তকমা’র জো’র। নারীদের কাজ পেতে এখানে নাকি সেই প্রভাবশালীদের বিছানায় পর্যন্ত যেতে হয়।

কিন্তু কখনোই এরকমটা করেনি ৯০-এর দশকের সুপারস্টার অ’ভিনেত্রী রাবিনা ট্যান্ডন। একসময় কমেডি-ড্রামা-অ্যাকশন সব ধরনের ছবিতেই সাবলীল অ’ভিনয় করেছেন এই নায়িকা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন তার সেই সময়কার জার্নি নিয়ে। জানিয়েছেন, এই পথ তার মোটেই খুব সহ’জ ছিল না। ‘টিপ টিপ বর্ষা পানি’র নায়িকা বরাবরই নিজের মনের কথা সোজাসাপটা বলার জন্য জনপ্রিয়। তাই অনেকে তাকে নাক উঁচুও মনে করেন।

সম্প্রতি একটি আর্টিকেলে তাকে নিয়ে নানা ধরনের বানানো কু’রুচিকর লেখার বি’রুদ্ধে মুখ খুলেছেন রাবিনা। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমা’র কোনো গডফাদার ছিল না।

কোনো ক্যাম্প বা কোনো নায়ক আমা’র হয়ে প্রচার করেনি। কাজ পাওয়ার জন্য কখনো নায়কদের বিছানায় যাইনি। অনেক সময় এমন হয়েছে যে আমি নায়কের কথা মতো কিছু করিনি বলে মানুষ আমাকে নাক উঁচু মনে করতো।

যখন হাসতে বলবে হাসব, যখন বসতে বলবে বসব!’ বলিউডে তার এতদিনের কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে নানা পুরনো ঘটনার কথা শেয়ার করেন রাবিনা। সুশান্তের মৃ’ত্যুর পর করণ জোহরকে যে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তা নিয়েও নিজের মত ব্যক্ত করেন নায়িকা।

করণের পক্ষ নিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘কেন কোনও প্রযোজক একজন অ’ভিনেতাকে নিয়ে নিজেরই প্রজেক্টের সঙ্গে খেলবে? কেন কোটি টাকা দেয়ার পর একটা বাজে ছবি বানাবে? এসব বোকা বোকা অ’ভিযোগ।’

এদিকে সুশান্তের মৃ’ত্যুর পর থেকে বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব হচ্ছেন একাধিক অ’ভিনেতা, অ’ভিনেত্রী। বলিউডের একাংশের স্বজনপোষণ, বিভিন্ন ক্যাম্প সাজিয়ে সেখানে দলবাজি করা, এসব নিয়ে সবচেয়ে সরব ‘কুইন’ খ্যাত অ’ভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

এই নায়িকার পাশাপাশি স্বজনপোষণ নিয়ে সরব রাবিনা ট্যান্ডনও। যদিও তাকে এখন কোনো সিনেমায় দেখা যায় না, কিন্তু তিনি চান না এই নীতির প্যাচে পড়ে সুশান্তের মতো আর কেউ অকালে হারিয়ে যাক।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *