২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদিয়া মিম। সেই থেকে বিনোদন অঙ্গনে শুরু হয় তাঁর পদচারণ।






লাক্স তারকা হওয়ার পর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন নাদিয়া মিম। কাজের ফাঁকে ২০১৬ সালের এপ্রিলে ঘর বাঁধেন। ২০১৮ সালের দিকে হঠাৎ কাজ কমিয়ে দেন তিনি।






পরে জানা যায়, বিবাহবিচ্ছেদের কারণে বিরতি দিয়ে নিজেকে একটু সামলে নিচ্ছিলেন তিনি। সে প্রসঙ্গে নাদিয়া জানিয়েছিলেন, যে স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলেন, সেখানে শূন্যতা তৈরি হয়।






স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাধ্য হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। আবার সংসার শুরু করবেন কবে? জানতে চাইলে নাদিয়া বলেন, ‘আপাতত বিয়ের চিন্তা করছি না।
নিজেকে গোছানোর জন্য সময় দিচ্ছি। আমা’র মনে হয় দ্বিতীয়বার বিয়ের জন্য সময় নেওয়া উচিত। এখন কাজ নিয়ে বেশি মনোযোগী হতে চাই।’