ভা’রতের হায়দরাবাদে টিভি শোর আড়ালে চলছে রম’রমা দেহব্যবসা। এই অ’ভিযোগে এক নারী টিভি উপস্থাপিকাকে পুরুষ সঙ্গীসহ আ’ট’ক করে পু’লিশ।
ওই উপস্থাপিকা ব্যাপক জনপ্রিয় হওয়ায় পু’লিশ তার নাম প্রকাশ করেনি। পু’লিশ তাকে ছেড়ে দিলেও তার সঙ্গীদের বি’রুদ্ধে দেহব্যবসার মা’মলা করেছে।
জানা গেছে, পু’লিশের কাছে বেশ আগেই ওই নারীর বি’রুদ্ধে দেহব্যবসার অ’ভিযোগ ছিল। অ’ভিযোগ অনুযায়ী পু’লিশ তার ওপর নজর রাখতে শুরু করে।
পরে হায়দরাবাদের লাগোয়া শহরতলির এক গেস্ট হাউজ থেকে সেই একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে ওই নারী উপস্থাপিকাকে আ’ট’ক করে পু’লিশ।
পু’লিশ জানিয়েছে, উপস্থাপিকা খুব সুন্দরী। এতে ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা অনেক। এই টিভি শোর মাধ্যমেই তার শিকারদের রূপের ডালিতে মাত করতেন ওই নারী। এর পরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন পুরুষের সঙ্গে তার যোগাযোগ হত।
ঘনিষ্ঠ স’ম্পর্কের অ’ভিলাষী পুরুষদের সঙ্গে বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসে মোলাকাত করতেন ওই নারী উপস্থাপিকা। পরে হায়দরাবাদে পু’লিশের হাতে ধ’রা পড়ে যান তিনি।
তবে অনেক কাকুতি-মিনতি করার কারণে তাকে ছেড়ে দিয়েছে পু’লিশ। দ্রুত টাকা কামাতে গিয়ে দেহব্যবসায় নেমেছিলেন বলে স্বীকার করেছেন ওই নারী।