দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বন্যায় দেশে এখন পর্যন্ত আটজন মা’রা গেছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ২২ লাখ ৪৬ হাজার জন।
সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত দেশের ১৮টি জেলায় বন্যা দেখা দিয়েছে।
এনামুর রহমান বলেন, মোট ৯২টি উপজেলা বন্যা আ’ক্রান্ত হয়েছে। বন্যাকবলিত ইউনিয়নের সংখ্যা ৫৩৫টি। মা’রা যাওয়া আটজনের মধ্যে জামালপুরে চারজন, সুনামগঞ্জ, লালমনিরহাট, সিলেট ও টাঙ্গাইলে একজন করে রয়েছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এই বন্যা দীর্ঘস্থায়ী হবে না। কারণ নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আর যেসব নদীর পানি বাড়ছে সেটি ৪৮ ঘণ্টার মধ্যে কমতে শুরু করবে।’