সোফায় বসে ল্যাপটপে কাজ করছেন দক্ষিণী সিনেমা’র অ’ভিনেতা আখিল আক্কিনেনি। তার পেছনে চেয়ারে বসা অ’ভিনেত্রী পূজা হেগড়ে।
কিন্তু পূজা পেছন থেকে পা তুলে দিয়েছেন আখিলের কাঁধে। শুধু তাই নয়, পায়ের আঙুল দিয়ে আখিলের কানের লতি স্প’র্শ করছেন পূজা।
আখিল আক্কিনেনি ও পূজা হেগড়ে অ’ভিনীত ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সিনেমা’র পোস্টারের দৃশ্য এটি। গত ২৯ জুলাই নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্টারটি পোস্ট করেন আখিল।
তারপর অনেকে আখিলের প্রশংসা করছেন। আবার অনেক বাজে পোস্টার বলেও মন্তব্য করছেন। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু অ’ভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে (আখিল আক্কিনেনির ভাবি) টেনে ট্রল করছেন নেটিজেনরা।
রাগব নামে একজন লিখেছেন—এটি কি শি’শুদের মতো আচরণ নয়? আপনাদের ভাবি সামান্থা হয়তো নিজেকে শি’শু মনে করেন।
এমন অনেক নেটিজেন বিষয়টি নিয়ে সামান্থাকে আক্রমণ করে নানা মন্তব্য করছেন। এবারই প্রথম নয়, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন সামান্থা। এবার দেবরের কারণে ট্রলের শিকার হলেন এই অ’ভিনেত্রী।
তেলেগু ভাষার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সিনেমায় আরো অ’ভিনয় করেছেন—জয় প্রকাশ, মুরালি শর্মা, অমিত তিওয়ারি, এশা রেব্বা প্রমুখ। বাস্কর পরিচালিত এ সিনেমা ২০২১ সালের জানুয়ারিতে মুক্তির কথা রয়েছে।