করো’নার মন্দ প্রভাব পড়েছে ঢালিউডে। নেই সিনেমা। নেই শুটিং। টানা দুই ঈদে কোনো সিনেমাই মুক্তি পায়নি।
এসব ছাপিয়ে নানা ঘটনা ও আয়োজনে খবরের শিরোনামে থাকছে ঢালিউড। এই যেমন বেশ কিছুদিন ধরেই নামি ব্রান্ডের গাড়ি কেনার জন্য আলোচনায় রয়েছেন দুই নায়িকা।
তারা হলেন অ’পু বিশ্বা’স ও পরীমনি। দুজনেই বিলাসবহুল দুটি গাড়ি কিনে ভক্তদের চ’মক দিয়েছেন। তাদের মধ্যে অ’পু ৩০ জুলাই কিনেছেন লাল রঙের অডি থ্রি সেলুন।
এ গাড়ির বর্তমান বাজার মূল্য ঘেঁটে জানা গেল অডি থ্রি সেলুন গাড়িটি নিবন্ধন ফিসহ ক্রয় করতে অ’পুকে গুনতে হয়েছে ৪৫ লাখ ৮০ হাজার টাকা!
অন্যদিকে পরীমনি রয়েল ব্লু রঙের মাসেরাতি ব্রান্ডের গাড়িটি কিনেছেন জুন মাসে। তার গাড়ির বর্তমান বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা। ইতালিয়ান অ’ভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড এটি।
করো’নাকালীন দুঃসময়ে অনেকে দুই নায়িকার গাড়ি কেনাকে বাঁকা চোখে দেখছে। অনেকে তাদের সমলোচনাও করছে। তবে এই দুই নায়িকার ভক্ত-অনুরাগীদের অ’ভিনন্দনেও ভাসছেন তারা।