সোমবার সোশ্যাল অ্যাপ লাইকির জনপ্রিয় মুখ ‘অ’পু ভাই’কে গ্রে’প্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) পু’লিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আ’দালতে পাঠানো হয়।
জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রি’মান্ড চাওয়া হয়। তবে রি’মান্ড ও জামিন নামঞ্জুর করে আ’দালত কারাগারে পাঠিয়েছেন অ’পুকে। এর আগে, দুপুরে আ’দালতে বিচারক অ’পুকে তার চুলের রঙের বিষয়ে জানতে চেয়ে বলেন,
‘তোমা’র চুলের এই অবস্থা কেন?’ অ’পু তখন পুরো নীরব ছিলেন। কোনও উত্তর দেননি। তবে তার আইনজীবী উত্তর দিয়ে বলেন, ‘অ’ভিনয় করা জন্য এমন কালার করতে হয়।’
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে অ’পুকে গ্রে’ফতার করে পু’লিশ। অ’পুর বি’রুদ্ধে সড়ক অব’রুদ্ধ করে বাদীকে ধারালো অ’স্ত্র দিয়ে মা’রপিট করে র’ক্তাক্ত জ’খম, চু’রি ও হু’মকির অ’ভিযোগ আনা হয়েছে।
উত্তরা পশ্চিম থা’না সূত্র জানায়, মা’মলার এজাহারে উল্লেখ করা হয়, ‘অ’পু ও তার সহযোগীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে গতিরোধ করে দেশীয় অ’স্ত্রশস্ত্র দিয়ে মা’রপিট করে র’ক্তাক্ত ও গুরুতর জ’খমসহ চু’রি, ভ’য়ভীতি ও হু’মকির অ’প’রাধ করেছে।’
মা’মলায় দ’ণ্ডবিধি ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৯ ও ৩৭৯ ধারায় অ’প’রাধ করার উল্লেখ করা হয়েছে। দ’ণ্ডবিধির ধারা ১৪৩ বেআইনি সমাবেশ করার অ’প’রাধে, ৩৪৩ অন্যায়ভাবে কাজে বাধা প্রদানের জন্য,
ধারা ৩২৩ কোনো ব্যক্তিকে হাত দ্বারা বা ভোঁতা অ’স্ত্র দ্বারা আ’ঘাত করায়, ধারা ৩২৫ কোনো ব্যক্তিকে হাত দ্বারা বা ভোঁতা অ’স্ত্র দ্বারা ‘গুরুতর’ আ’ঘাত করার সাজা, ধারা ৩২৬ কোনো ব্যক্তিকে (শুধুমাত্র) ধারালো অ’স্ত্র দ্বারা গুরুতর আ’ঘাত করা এবং ধারা ৩৭৯ ঘরের বাইরে বা খোলা জায়গা থেকে মালামাল চু’রি করার অ’প’রাধে মা’মলা দেয়া হয়েছে।
উত্তরা পূর্ব থা’নার এসআই আজিজুল তালুকদারকে মা’মলা’টি ত’দন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে। এজাহারে অ’পুসহ তার বন্ধু রনি, মুরাদ, জমিরউদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অ’জ্ঞাত ২০-২৫ জনকে আ’সামি করা হয়েছে।