Breaking News

ডিশ সংযোগ দিতে গিয়ে গৃহবধূর বাসায় গো’পন ক্যামেরা, ভিডিও!

গাজীপুর মহানগরীর পূবাইলে ডিশ সংযোগ দিতে গিয়ে গৃহবধূর বাসায় গো’পন ক্যামেরা বসানোর অ’ভিযোগ উঠেছে। স্থানীয় তালটিয়া এলাকার ক্যাবল অ’পারেটর ব্যবসায়ী রফিকুল ইসিলাম, আমির, রাজ্জাক ও শাহীনের বি’রুদ্ধে এ অ’ভিযোগ উঠেছে।

গত বুধবার এ অ’ভিযোগ নিয়ে ওই গৃহবধূ পূবাইল মেট্রো থা’নায় অ’ভিযোগ করেছেন। অ’ভিযোগের চার দিন কে’টে গেলেও অ’ভিযু’ক্তদের আ’ট’ক করতে পারেনি পু’লিশ। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বাদীর দেয়া তথ্য ও অ’ভিযোগ সূত্রে জানা যায়, পূবাইল থা’নার মেঘডুবী এলাকায় নতুনবাড়ির কাজ চলায় পাশের কামা’রগাঁও এলাকার ইয়ামিনের ভাড়া বাড়িতে উঠেন ওই গৃববধূ। সেখানে প্রবাসী স্বামী ও দুই ছে’লেসহ জানুয়ারি থেকে থাকছেন ওই নারী।

বাসায় ডিশ ও ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে অ’ভিযু’ক্তরা শয়ককক্ষে গো’পনে সিসি ক্যামেরা বসিয়ে দিয়ে আসেন। বিষয়টি তিনি জানতেন না।

পরে ওই নারীকে কুপ্রস্তাব দেয় অ’ভিযু’ক্তরা। প্রস্তাবে রাজি না হলে স্বামী-স্ত্রী’র ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হু’মকি দেয়া হয়। পরে ওই নারীর শয়নকক্ষে ধারণ করা গো’পন ভিডিও বাদীর মুঠোফোনে পাঠিয়ে দেয় অ’ভিযু’ক্তরা।

স্বামী বর্তমানে প্রবাসে থাকায় তিনি গৃহবধূকে আইনের আশ্রয় নেয়ার কথা বলেন। অ’ভিযু’ক্তদের গ্রে’ফতার করে দ্রুত বিচার দাবি করে ওই গৃহবধূ বলেন, এরা এমন গো’পন ক্যামেরা অন্যদের বাসায়ও লাগাতে পারে।

আমা’র মতো অন্য কেউ যেন ভিকটিমাইজ না হয়, সে জন্য দেশের প্রচলিত আইনে তাদের বি’রুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। এ বিষয়ে পূবাইল থা’নার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, অ’ভিযোগ পেয়েছি। বাদী থা’নায় এসে মা’মলা করতে চাইলে ত’দন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *