সাউদাম্পটন টেস্টে জ্বলে উঠতে পারেননি বেন স্টোকস। ব্যর্থ ছিলেন বাকিরাও। তবে ম্যানচেস্টারে ঘুরে দাঁড়ানো ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন স্টোকস ও ডম সিবলি। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। দুই সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংস শেষে শক্ত অবস্থানে ইংল্যান্ড।






গতকাল শুক্রবার ৪৬৯ রানে প্রথম ইনিংস শেষ করে ইংল্যান্ড। ১৭ বাউন্ডারি ও দুই ছক্কায় সর্বোচ্চ ১৭৬ রান করেন স্টোকস। পাঁচ বাউন্ডারিতে ১২০ রান করেন ওপেনার সিবলি।






দিনের শেষের দিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২ রানে এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ৬ রানে উইকেটে ছিলেন কার্লোস ব্র্যাথওয়েট ৬। তাঁর সঙ্গে ১৪ রানে ছিলেন জোসেফ। এর মধ্যে স্যাম কুরানের বলে আউট হয়ে ১২ রানে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল।






৪৩৭ রানে পিছিয়ে থেকে আজ শনিবার তৃতীয় দিন শুরু করবে ক্যারিবীয়রা।
ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল ৩ উইকেটে ২০৭ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। এরপর ধৈর্য ধরে খেলেন সিবলি ও স্টোকস। মাত্র ৫৭ রান নিয়ে প্রথম সেশন কাটিয়ে দেন দুজন। লাঞ্চের আগে সেঞ্চুরি তুলে নেন সিবলি। ৯৯ রান নিয়ে বিরতিতে যান স্টোকস।






বিরতির পর শেষ পর্যন্ত ২৬০ রানে ভাঙে স্টোকস-সিবলি জুটি। দ্বিতীয় সেশনে সেঞ্চুরির দেখা পান স্টোকস। বাউন্ডারি হাঁকিয়ে নিজের দশম টেস্ট সেঞ্চুরির দেখা পান তিনি। শেষ পর্যন্ত ১৭৬ রান করে কেমার রোচের বলে সাজঘরে ফেরেন স্টোকস। ততক্ষণে শক্ত অবস্থানে পৌঁছে যায় জো রুটের দল।






সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস : (আগের দিন ২০৭/৩) ১৬২ ওভারে ৪৬৯/৯ ইনিংস ঘোষণা (সিবলি ১২০, স্টোকস ১৭৬, পোপ ৭, বাটলার ৪০, ওকস ০, কুরান ১৭, বেস ৩১*, ব্রড ১১*; রোচ ৩৩-৯-৫৮-২, গ্যাব্রিয়েল ২৬-২-৭৯-০, জোসেফ ২৩.১-৫-৭০-১, হোল্ডার ৩২-১০-৭০-১, চেইস ৪৪-৩-১৭২-৫, ব্র্যাথওয়েট ৩.৫-০-৯-০)






ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ১৪ ওভারে ৩২/১ (ব্র্যাথওয়েট ৬*, ক্যাম্পবেল ১২, জোসেফ ১৪*; ব্রড ৫-১-১৪-০, ওকস ৪-৩-২-০, কুরান ৩-১-৮-১, বেস ২-০-৮-০)