Breaking News

জেনে নিন মৃত্যুদণ্ড দেয়ার পরে বিচারকরা কেন কলমের নিব ভেঙে ফেলেন!

অনেকের কাছেই হয়তো এ কথাটি অজানা, কাউকে মৃ’ত্যুদণ্ড দেয়ার পরে বিচারক বা বিচারপতিরা কলমের নিব ভেঙে ফেলেন! আর এ কথাটি শোনার পর হয়তো চমকে উঠতে পারেন অনেকেই।

কিন্তু না, সেই ব্রিটিশ আমল থেকেই এই রেওয়াজ চলে আসছে। আজকের দিন পর্যন্ত এই রেওয়াজটিই চলছেই।
তবে প্রশ্ন হলো কেন এই কাজটি করেন বিচারকরা?

আর এর উত্তর, একাধীক কারণ। প্রথমত, এটি একটি প্রতীকী বি‌ষয়। ব্যাখ্যা হল, যে কলম একজনের জীবন নিয়ে নিয়েছে, তা যেন আর কারো জীবন নিতে না-পারে।

দ্বিতীয় ব্যাখ্যাটি এর সঙ্গেই সম্পৃক্ত। বলা হয়ে থাকে, বিচারক বা বিচারপতি ওই মৃ’ত্যুদণ্ড এবং তা থেকে প্রসূত অপরাধবোধ থেকে নিজেদের দূরে রাখতে চান। সে কারণেই নিবটি ভেঙে ফেলেন।

একজন বিচারক বা বিচারপতি তার দেয়া মৃ’ত্যুদণ্ড ফিরিয়ে নিতে পারেন না। তৃতীয় ব্যাখ্যা হিসেবে বলা হয়, তিনি যাতে কোনোভাবেই মৃ’ত্যুদণ্ড ফিরিয়ে নেয়ার কথা না ভাবতে পারেন।

চতুর্থ ব্যাখ্যা, সব মৃ’ত্যুই দুঃখের হয়ে থাকে। কিন্তু তারপরও কখনো মৃ’ত্যুদণ্ডের মতো চরম শাস্তির প্রয়োজন হয়ে পড়ে। তাই কলমের নিব ভেঙে ফেলা হয় এটা বোঝাতে যে, মৃ’ত্যুদণ্ড একটি দুঃখজনক ব্যাপার।

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *