‘দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অ’ভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অসি’র অ’পারগতায়।’ এই গানের কথার মতোই হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে, ভালোবাসা, উচ্ছলতা বা চাপা কোনো অ’ভিমানে যার সঙ্গে কথা বলা যায় সে হলো বন্ধু। অনেকের জীবনেই তাদের বন্ধুদের ভূমিকা অনেক।






ছোট পর্দার জনপ্রিয় অ’ভিনেত্রী সাদিয়া জাহান প্রভা’র জীবনে এমন একজন বন্ধু হচ্ছেন, ছোট পর্দার আরেক জনপ্রিয় অ’ভিনেতা মনোজ প্রামাণিক। এ অ’ভিনেতা সম্প্রতি নতুন গাড়ি কিনেন এবং এই খুশির বিষয়টি সবার আগে শেয়ার করেন প্রভা’র সঙ্গে। এ বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন প্রভা।






মনোজের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে প্রভা লিখেন, ‘দেড় বছর আগে এই ছবিটা তোলার নিয়ত করেছিলাম। শুকুর আলহাম’দুলিল্লাহ। গাড়িটায় বসে কয়বার আয়াতুল কুরসি পড়েছি নিজেও জানি না। তারপর চি’ৎকার দিয়ে ইয়েস ইয়েস ইউ ডিড ইট মনোজ।’






তিনি আরো লিখেন, ‘মনোজ আমা’র বন্ধু, খুব প্রিয় বন্ধু। জীবনের খুব ক’ষ্টের দিনে মনোজ আমা’র বন্ধু হয়েছে। অনেক ক’ষ্ট ভাগ করতাম, নিজের ক’ষ্টের কথা বলতে বলতে কোনোদিন ওর ক’ষ্টগুলোর কথা শুনতে চাই নাই।






সেই অ’ভিমানে কিন্তু আজকে সবার আগে আমাকে ওর গাড়িটা না দেখালেও পারতো অথবা আমাকে না চালাতে দিলেও পারতো। এই স্পেশাল ফিল দিয়ে আরো ঋণী করে দিল সে আমা’রে। আমাদের প্লান ছিল না আজ আমাদের দেখা হবে। জানতামও না এক শুটিং হাউজে আমাদের কাজ। আল্লাহ মিলায় দিলো, শুকুর আলহাম’দুলিল্লাহ।’
আ’লোচিত মডেল-অ’ভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অ’ভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন। নিন্দুকের কথায় কান না দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অ’ভিনেত্রী।