Breaking News

জনপ্রিয় হয়ে উঠছে মাছের জলে পা ডুবিয়ে খাওয়ার রেস্তোরাঁ

সাতক্ষীরা শহরতলির বকচরা বাইপাস সড়কে চালু হলো অদ্ভুত একটি রেস্তোরাঁ। ভেতরের পুরোটা জুড়ে গোড়ালি সমান পানি। এর মধ্যেই চেয়ার-টেবিল পাতা।

চেয়ারে বসে পায়ের গোড়ালি ডুবিয়ে খাবারের স্বাদ নিচ্ছেন ভোজনরসিকরা। পানিতে ঘুরে বেড়াচ্ছে রঙ-বেরঙের ছোট আকারের মাছ। খেতে খেতে কখনও হয়তো অনুভব করবেন পায়ের পাতায় কে যেন চিমটি কাটলো!

ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর অথবা উন্নত বিশ্বে এমন রেস্তোরাঁ দেখা যায়। সাতক্ষীরার মৌবন রেস্টুরেন্ট তেমনই। এখানে খেতে এসে চ’মকে যাচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিনই তাদের ভিড় বাড়ছে। ছোটবড় সবার মন কেড়েছে এই রেস্তোরাঁ। অ’ভিভাবকদের সঙ্গে এসে শি’শুরা বেশ উপভোগ করছে মাছ দেখা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, ‘ঢাকায় অনেক রেস্তোরাঁয় খেয়েছি। কিন্তু এমন ব্যতিক্রম কিছু চোখে পড়েনি। সাতক্ষীরায় আমা’র বাড়ির পাশে এই রেস্তোরাঁয় এসে অ’বাক হয়েছি। খাওয়ার সময় পায়ের চারপাশে বিভিন্ন রঙিন মাছ ঘোরাঘুরি করছে। অসাধারণ অ’ভিজ্ঞতা হলো এখানে।’

সাতক্ষীরার মৌবন রেস্টুরেন্টে ঘুরছে রঙিন মাছমৌবন রেস্টুরেন্টে খাওয়ার অ’ভিজ্ঞতা অনেরকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন। ফলে ঈদুল আজহার দুই দিন আগে চালু হওয়ার পর অল্প সময়ে রেস্তোরাঁটির পরিচিতি বাড়ছে।

সাতক্ষীরার মৌবন রেস্টুরেন্টইউটিউবে ভিডিও দেখে এমন আইডিয়া পেয়েছেন মৌবন রেস্টুরেন্টের মালিক দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘এখন তো ক্রেতাদের সামাল দিতে হিমশিম খাচ্ছি আম’রা। এখানে চাইনিজসহ বিভিন্ন খাবারের পাশাপাশি পানিতে মাছের সঙ্গে আনন্দ উপভোগ করছেন সবাই।’

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *