সংসারের খরচ কমাতে অনেকেই হিমশিম খেয়ে যান। কষ্ট করে খেয়ে না খেয়ে অর্থ সঞ্চয়ের পরও তা খরচ হয়ে যায়!
তবে কিছু কৌশল মানলেই সংসারের খরচ কমাতে পারবেন। প্রথমত ঠিক রাখতে হবে, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা। এবার তবে জেনে নিন ছোট্ট অভ্যাসগুলো সম্পর্কে-
১. খরচ কমাতে প্রথমেই খেয়াল রাখুন ডিশ, ইলেকট্রিক, ইন্টারনেট ইত্যাদি বিলের বিষয়ে। মাসের প্রথমেই এসব বিল মিটিয়ে দিন।
২. মাসের বাজারে কী কী কিনবেন তার একটি তালিকা তৈরি করুন। জিনিসের পাশে সম্ভাব্য দাম লিখে ফেলুন। হিসাব করে দেখুন, মোট কত টাকা খরচ হবে। তালিকা অপ্রয়োজনীয় কিছু থাকলে তা বাদ দিন।
৩. গ্যাসের দামও চড়া। খরচে রেশ টানতে তাই ওভেন, রাইস বা ভেজিটেবল কুকার ইত্যাদি ব্যবহার করুন।
৪. বিদ্যুতের খরচ কমাতে শীতকালে রাতে সাত থেকে আট ঘণ্টা ফ্রিজ বন্ধ রাখতেই পারেন। ঘরে সাধারণ বাল্বের পরিবর্তে এলইডি বাতি ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় হয়।
৫. খুচরা পয়সা জমিয়ে রাখার অভ্যাস গড়ুন। প্রয়োজনে সুফল মিলবে।
৬. ছোট ছোট খাতে বিনিয়োগ করার অভ্যাস গড়লে দরকারের সময় কিছু অর্থ হাতে পাবেন। এসব ছোট উপায়েই সংসারের খরচ কমিয়ে সঞ্চয় বাড়াতে পারেন।