Breaking News

খোঁজ পাওয়া যাচ্ছে না ৩৩৩৮ করো’না রোগীর, উদ্বিগ্ন নগর কর্তৃপক্ষ

ভা’রতে মহামা’রি করো’নাভাই’রাসে আ’ক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে দক্ষিণ ভা’রতের কর্ণাট’ক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে করো’নায় আ’ক্রান্ত ৩ হাজার ৩৩৮ জন রোগীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিপুল সংখ্যক করো’না রোগীকে না পাওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে বেঙ্গালুরু নগর কর্তৃপক্ষ। এসব মানুষের মাধ্যমে ভাই’রাসটির বিস্তার নিয়ে শঙ্কিত তারা। বেঙ্গালুরু মহানগর কর্তৃপক্ষ (বিবিএমপি) জানিয়েছে, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে তাদের সকলেই করো’নায় আ’ক্রান্ত।

যত দ্রুত সম্ভব চিহ্নিত করে আইসোলেশন করে রাখা হবে বলে বিবিএমপি। এ প্রসঙ্গে বিবিএমপি’র কমিশনার মঞ্জুনাথ প্রসাদ বলেছেন, ‘এই আ’ক্রান্তরা যখন পরীক্ষার জন্য গিয়েছেন, সেখানে প্রয়োজনীয় নথিতে ভুল ঠিকানা, নাম এমনকি ভুল ফোন নম্বর দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘নি’খোঁজ এসব করো’না রোগীর দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ করতে গিয়ে দেখা গেছে, ওই নামের কোনো ব্যক্তি সেই এলাকাতেই থাকেন না। ফলে বিপত্তি আরও বেড়েছে। তবে তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। চিহ্নিত হলেই তাদের আইসোলেশনে পাঠানো হবে।’

About Utsho

Check Also

সৌদি যুবরাজের মনোরঞ্জনে ১৫০ মডেল, বুক করা হয়েছিল বিলাসবহুল রিসোর্ট

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিলাসী জীবনযাপন নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে। যেখানে বলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *