Breaking News

খুলনা বিভাগে করো’না আক্রান্ত ১৪ হাজার ছাড়িয়েছে, সুস্থ ৬৬ শতাংশ!

খুলনা বিভাগে করো’নাভা’ইরাসে (কোভিড-১৯) সংক্রমিত ব্যক্তির সংখ্যা সাড়ে ১৪ হাজার ছাড়িয়েছে। বিভাগে প্রথম করো’না রোগী শনাক্ত হওয়ার ১৪৬তম দিন আজ মঙ্গলবার রোগীর সংখ্যা দাঁড়ায় ১৪ হাজার ৬৮৯।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে খুলনা বিভাগে নতুন ৩০০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় বিভাগে মোট সুস্থতার হার ৬৬ শতাংশের কিছুটা বেশি।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে গত ২৪ ঘণ্টায় মা’রা গেছেন ২ জন। এ নিয়ে করো’নায় বিভাগে মোট ২৪৯ জনের মৃ’ত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯ হাজার ৭৫২ জন।

বিভাগের মধ্যে করো’নায় সবচেয়ে বেশি ৭২ জন মা’রা গেছেন খুলনায়। এ ছাড়া কুষ্টিয়ায় ৪৪ জন, যশোরে ৩২, সাতক্ষীরায় ২৩, ঝিনাইদহে ২০, বাগেরহাটে ১৬, চুয়াডাঙ্গায় ১৪, নড়াইলে ১৩, মাগুরায় ৮ ও মেহেরপুরে ৭ জন মা’রা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৩০০ জনের মধ্যে খুলনা জেলায় ৮৪ জন, বাগেরহাটে ২, চুয়াডাঙ্গায় ১২, যশোরে ৬৯, ঝিনাইদহে ২১, কুষ্টিয়ায় ৭১, মাগুরায় ২০, মেহেরপুরে ৩ ও নড়াইলে ১৮ জন রয়েছেন। এই সময়ে সাতক্ষীরায় কোনো রোগী শনাক্ত হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বিভাগে করো’নাভাই’রাসে সংক্রমিত ১৪ হাজার ৬৮৯ জনের মধ্যে ৪ হাজার ৮৩১ জনই খুলনা জেলার। বিভাগের মোট রোগীর প্রায় ৩৩ শতাংশ খুলনার। এ ছাড়া বাগেরহাটে ৭২৩ জন,

চুয়াডাঙ্গায় ৮৬৮, যশোরে ২ হাজার ৩৩৫, ঝিনাইদহে ১ হাজার ১৪৯, কুষ্টিয়ায় ২ হাজার ১২১, মাগুরায় ৬০৭, মেহেরপুরে ২৮০, নড়াইলে ৯৪৮ জন ও সাতক্ষীরাতে ৮২৭ জন করো’নাভাই’রাসে সংক্রমিত হয়েছেন।

About Utsho

Check Also

যে ৫ কারণে বাংলাদেশে দ্রুত কমে যেতে পারে করো’না

বাংলাদেশে আশাবা’দী মানুষের সংখ্যা কম নয় এবং সংশয়বা’দীদের বি’রুদ্ধে আশাবা’দীরা সবসময় আশার আলো ছড়িয়ে থাকেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *