গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ৩৬ লিটার চোলাই মদ, ১১০ পিস ইয়াবা, ১২৫ গ্রাম গাঁজা ও দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মোঃ রাসেল(২০), মোঃ হৃদয় হাওলাদার(২২), মোঃ রুহুল আমিন(৪৮), মোঃ ইদ্রিস মিয়া(৪৫), মোঃ নুর আলম(৩৬), মোঃ সোহেল খাঁন(৩০), হাসিবুল ইসলাম সৈকত(২১), শাহ আলম হাওলাদার কালু(৩৮), মোঃ প্রিন্স শিকদার(১৬) ও মোঃ সফিকুল ইসলাম(৩০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার বলেন, কেএমপির মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকের পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।