খুলনা মহানগরীর মিস্ত্রীপাড়া এলাকায় স্কুল শিক্ষার্থী লামিয়া (১৫) গু’লিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। লামিয়া ইকবালনগর সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
সে মিস্ত্রীপাড়ার মো. জামাল সরদারের মেয়ে। পু’লিশ জানায়, নগরীর বাবুখান রোডের সংস্কার কাজ পেয়েছেন মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা ও ঠিকাদার ইউসুফ আলী সরদার। তবে, কয়েকজন যুবক ওই কাজটি বিক্রি করে দিতে তাকে চাপ দিচ্ছিলেন।
আজ ওই যুবকরা ইউসুফ আলীর বাড়ির সামনে যান। এ সময় তাদের তাড়িয়ে দিতে লাইসেন্সকৃত অ’স্ত্র দিয়ে দুটি গু’লি করেন। যার একটি গু’লি লক্ষ্যভ্রষ্ট হয়ে লামিয়ার পায়ে লাগে। খুলনা সদর থানার ওসি আশরাফুল আলম জানান,
এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পু’লিশ পুরো বিষয়টি তদন্ত করছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুপুরের সাড়ে ১১টার দিকে আহত লামিয়াকে হাসপাতালে আনা হয়। এখন সে শঙ্কামুক্ত।