খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন ইস্টার্ণগেট বাজারের ঔষধ ব্যাবসায়ী মেসার্স টুটুল ফার্মেসীর মালিক জাহিদ ইকবালের ইষ্টার্ণ গেট গাবতলা বাড়িতে বুধবার দিনগত রাত ৩ টায় জানালার গ্রিল ভেঙ্গে ৪ জন ডাকাত দেশী অ’স্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ১ লক্ষ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করেছে।
বাড়ীর মালিক জাহিদ ইকবাল বলেন, ইষ্টার্ণগেটের ফার্মেসীর দোকান বন্ধ করে রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়ি, রাত ৩ টার দিকে ঘরের জানালা ভেঙ্গে ৪ জন মু’খোশধারী ডা’কাত দল রা’মদা ও লোহার রড দিয়ে সকলকে জিম্মি করে আমাকে ও আমার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে ঘরের আলমিরা ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকা, ২ ভরি ওজনের স্বর্ণালংকার , ইসলামি ব্যাংক এর একটি এটিএম কার্ড ও একটি টর্চলাইট নিয়ে যাওয়ার সময় ডাকাত দল ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়।
জাহিদ আরোও বলেন, ইষ্টার্ণ জুট মিল শ্রমিকরা ফার্মেসী থেকে বাকী ঔষধ ক্রয় করতেন। ঐ দিন মিলের ৪ সপ্তাহের মুজুরী দেয়ায় পাওনা টাকা পরিশোধ করে । ডা’কাত দল ঘরে নগদ টাকা আছে নিশ্চিত হয়ে ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারনা।
এ ঘটনায় সকাল ১০ টায় অতিরিক্ত উপ পু’লিশ কমিশনার উওর সোনালী সেন, দৌলতপুর জোনের সহকারী পু’লিশ কমিশনার বায়জিদ ইবনে আকবার ও খানজাহান আলী থানার ওসি মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, অতি দ্রুত মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রে’ফতারে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মাম’লার প্রস্তুতি চলছে।