Breaking News

খুলনায় ডাকা’তির প্রস্তুতি কালে দেশীয় অ’স্ত্রসহ আটক ৬

খুলনার পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি কালে ৬ জনকে পু’লিশ দেশী অ’স্ত্র-স’স্ত্রসহ আটক করেছে পু’লিশ। এ ঘটনায় থানায় ডা’কাতি মা’মলা দায়ের হয়েছে।

মামালার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ২০/২৫ জন আন্তঃজেলা ডা’কাত দলের সদস্য শিববাটী ব্রীজের পার্শ্ববর্তী ইবরাহিম গার্ডেনের পতিত ঘরের পাশে প্রস্তুতি নিচ্ছিল। পু’লিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেয় এবং ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডা’কাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, গোপালপুর গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে মিজান গাজী (৪২), ঘোষাল গ্রামের রফি গাজী ছেলে রবিউল গাজী (৪০), লক্ষ্মীখোলা গ্রামের মোক্তার মোল্লার ছেলে টুটুল মোল্লা (৪০), উত্তর সলুয়ার মৃত ইমান আলী গাজীর ছেলে জাহিদুল গাজী (৩৭), নাছিরপুর গ্রামের আলী আহসানের ছেলে ছালাম বিশ্বাস, সরল গ্রামের মান্নান জোয়াদ্দারের ছেলে ফয়সাল জোয়াদ্দার।

এ ঘটনায় মোট ১৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৭ জনের নামে মা’মলা হয়েছে।

পাইকগাছা থানার ওসি এজাজ

শফী জানান, সঙ্গবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। এদের নামে পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় মা’মলা রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রে’প্তার করে আইনের আওতায় আনতে পারলে এ ধরণের অপরাধের প্রবণতা কমানো যাবে।

About Utsho

Check Also

খুলনা ৩ আসনের সাবেক এমপি আশরাফ আর নেই

খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য হুইপ মো. আশরাফ হোসেন (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *