খুলনা মহানগরীতে মেহেদি হাসান শুভ (১৯) নামের এক ব্যক্তিকে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯ টায় শিরোমণি লিন্ডা ক্লিনিক এলাকা থেকে তাকে আটক করে খানজাহান আলী থানা পুলিশ। মেহেদি হাসান শুভ শিরোমণি পুর্বপাড়ার ইয়াহিয়া খানের ছেলে ও মহানগর ছাত্রলীগের সহ সভাপতি খান মোসাদ্দেক হোসেন ইমনের ছোট ভাই।
খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযান চলাকালে শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় শিরোমনি লিন্ডা ক্লিনিক এলাকা থেকে শুভ কে ৫০০ গ্রাম গাজাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। যার মামলা নং ০৪ তাং ১০-০৭-২০ ইং ।
তিনি আরো বলেন, এই দুর্যোগের সময়ে থানা পুলিশ করোনা প্রতিরোধসহ নানা কার্যক্রম চালানোর ফাঁকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়িরা মাথাচাড়া দিয়ে উঠেছে। মাদক ব্যবসায়িদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান পুনরায় শুরু করা হয়েছে, এ ধারা চলমান থাকবে।