খুলনার ডুমুরিয়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য বি এম হুমায়ুন কবীরকে (২২) গ্রেফতার করেছে ঢাকার এন্টি টেররিজম ইউনিট।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে ডুমরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (০৯ জুলাই) গভীর রাতে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হুমায়ুন কবীরের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় গত ২ মার্চ হওয়া সন্ত্রাস বিরোধী আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।