স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তৈরি পোশাকসহ শিল্প-কারখানার শ্রমিকদের জন্যও আসন্ন ঈদুল আজহার ছুটি তিনদিন থাকবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি থাকবে। সবাই যাতে যার যার অবস্থানে থাকেন, সবার কাছে আমাদের এ অনুরোধ।’
‘গার্মেন্টস শ্রমিকদের এরই মধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বসে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত নেবেন।’
সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পু’লিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিজিএমইএ, বিকেএমইএ নেতারা উপস্থিত ছিলেন।