Breaking News

কর্মহীন এই নায়িকারা

বিশ্বের অন্যতম বড় এবং জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড। এখানে সিরিয়াল কিসার বা সেরা চুমু খেতে পারা অ’ভিনেতা মনে করা হয় ইম’রাম হাশমিকে।

তবে সিনেমা জগতে অনেক অ’ভিনেত্রীও কিন্তু ন’গ্ন ও যৌ’ন দৃশ্য করে তাক লাগিয়ে দিয়েছেন। কখনও বৃষ্টি ভেজা, আবার কখনও স্বমেহনের দৃশ্য। বলিউড, বাংলা এবং দক্ষিণী ফিল্মের নায়িকারা কেউই পিছিয়ে নেই এসব বিতর্কিত দৃশ্যে।

তবে এদের মধ্যে অনেকেই এমন সাহসী দৃশ্য করে হারিয়ে গেছেন। সহ’জ কথায়, কোনো সিনেমায় কাজই পান না। চলুন তবে দেখে আসি এই তালিকায় কারা রয়েছেন।

নেহা ধুপিয়া: ২০০২ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জয় করেছিলেন বলিউড অ’ভিনেত্রী নেহা ধুপিয়া। চেহারা এবং বুদ্ধিমত্তায় বলিউডের নায়িকা হওয়ার জন্য যোগ্য প্রতিযোগী ছিলেন নেহা।

কিন্তু ভাগ্য সেভাবে কাজে দেয়নি। ‘কায়ামাত’, ‘জুলি’, ‘কেয়া কুল হ্যায় হাম’, ‘গরম মশালা’র মতো ছবিতে হট অ্যান্ড বোল্ড দৃশ্যে অ’ভিনয় করেছেন তিনি। কিন্তু এরপর আর সেভাবে কাজ পাননি।

পরে অবশ্য মডেলিংয়ের শো এবং রিয়ালিটি শোতে বিচারক হয়েছেন ফ্যাশনিস্তা নেহা। বেশ কয়েকটি ছবিতে ক্যামিও বা সাইড রোলেও সুযোগ পেয়েছেন। কিন্তু কয়েক বছর তার হাতে কোনো সিনেমা’র কাজ নেই।

তনুশ্রী দত্ত: ২০০৪ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন বাঙালি কন্যা তনুশ্রী দত্তও। পরের বছরই ‘আশিক বানায়া আপনে’ ছবির মাধ্যমে তার বলিউডে অ’ভিষেক হয়। ওই ছবিতে অ’ভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দেন নায়িকা। ‘সিরিয়াল কিসার’ খ্যাত অ’ভিনেতা ইম’রান হাশমির বিপরীতে যেন শেয়ানে শেয়ানে লড়াই ঘনিষ্ঠ দৃশ্যের।

তাতে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তনুশ্রী। এরপর ‘চকোলেট’, ‘গুড বয় ব্যাড বয়’-এর মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন এই নায়িকা। কিন্তু এর পরই ছন্দপতন। কাজের অভাবে ইন্ডাস্ট্রি থেকে এখন বহু দূরে তনুশ্রী। বর্তমানে কাজ করছেন একটি আইটি ফার্মে।

উদিতা গোস্বামী: তনুশ্রী দত্তের মতো বলিউডের আরও এক বাঙালি হট নায়িকা উদিতা গোস্বামী। ‘ঝলক দিখলাজা’ গানটিতে তার নাচের কায়দায় ঝড় উঠেছিল বহু পুরুষের হৃদয়ে। এরপর ‘আকসর’, ‘জেহের’, ‘পাপ’-এর মতো একের পর এক ছবিতে সাহসী দৃশ্যে দেখা গেছে এই অ’ভিনেত্রীকে। পরবর্তীতে কাজের অভাব শুরু হয় উদিতারও। পরে অবশ্য বলিউড পরিচালক মোহিত সুরীকে বিয়ে করেন নায়িকা। কিন্তু এই বিয়ের সঙ্গে সঙ্গে ফিল্মি কেরিয়ারও শেষ হয়ে যায় উদিতার।

পায়েল রাজপুত: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম পায়েল রাজপুত। অ’ভিনেত্রীরা অনেকেই তারকাখ্যাতির জন্য সাহসী দৃশ্যে কাজ করেন। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পায়েলও নাকি সেটাই করেছিলেন।

গভীর লিপ লকের সিন করে জনপ্রিয়তা পাওয়া পায়েল কিন্তু প্রায় হারিয়ে গেছেন অ’ভিনয় জগত থেকে। প্রথম ছবি RX 100, এরপর RDX লাভ ছবিতে গভীর চুম্বন দৃশ্য ও বোল্ড সিনে দেখা গিয়েছিল তাকে। কিন্তু এরপর থেকে সিনেমা’র তেমন কোনো সুযোগ নেই পায়েলের হাতে।

সিরাত কাপুর: কাজের আরও বেশি সুযোগ পাওয়ার জন্য বোল্ড দৃশ্যে কাজ শুরু করেছিলেন দক্ষিণী মডেল ও অ’ভিনেত্রী সিরাত কাপুর। কিন্তু সেটাই যেন তার কাল হল। ‘কৃষ্ণা অ্যান্ড হিজ লীলা’ ছবিতে কাজ করে বোল্ড দৃশ্যের জন্য ব্যাপক ট্রোলড হয়েছিলেন সিরাত।

যদিও চলতি বছরে আরও একটি দক্ষিণী ছবির অফার রয়েছে তার হাতে। তবে সেটা কতদূর হবে তা নিয়ে স’ন্দেহ রয়েছে। বলিউডে ‘জিদ’ ছবিতে অ’ভিষেক হওয়ার পর এখানেও কোনো সুযোগ পাননি সিরাত।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *