করো’না থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য বচ্চন। দ্বিতীয় টেস্টে করো’নার ফলাফল নেগেটিভ আসায় মুম্বাইয়ের নানাবতী হা’সপাতাল ছেড়েছেন তিনি।
সোমবার দ্বিতীয় টেস্টে করো’নার ফলাফল নেগেটিভ আসায় মুম্বাইয়ের নানাবতী হা’সপাতাল ছেড়েছেন তিনি। একই হা’সপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলিউডের শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন।
গত ১২ই জুলাই টুইটারে নিজের করো’না আক্রান্ত হওয়ার বিষয়টি স্ট্যাটাস দিয়ে জানান অমিতাভ বচ্চন। এরপর অভিষেকও টুইটারে করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেন।
এর একদিনের মাথায় ঐশ্বরিয়া ও আরাধ্যর’ করো’না পজিটিভ হওয়ার খবর গণমাধ্যমে আসে। কয়েকদিন হোম আইসোলেশনে থাকার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঐশ্বরিয়া ও আরাধ্যকে হা’সপাতালে ভর্তি করা হয়।