খুলনা-৬ থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ নুরুল হক করোনায় আক্রান্ত হয়ে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা হস্তান্তর করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (১২ জুলাই) রাত ৯ টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় তিনি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার (০৯ জুলাই) তার নমুনায় করোনা শনাক্ত হয়।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ নুরুল হক অনেক বয়স্ক একজন ব্যক্তি।
এমনিতে তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়াও তার শারিরিক অবস্থা আগে থেকেই ভাল ছিল না। গত শুক্রবারে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমরা তাকে আইসিইউতি চিকিৎসা দিচ্ছিলাম। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে।
নুরুল হকের বড় ছেলে শেখ মনিরুল ইসলাম জানিয়েছেন, ঢাকায় অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার বাবাকে ভর্তি করা হবে।