Breaking News

করো’নামুক্ত হলেন মাশরাফীর স্ত্রী

কয়েক দিন আগে নিজের করো’নামুক্তির খবর দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবার করোনা জয়ের খবর দিলেন তাঁর স্ত্রী সুমনা হক সুমি। গতকাল শুক্রবার কো’ভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে তাঁর।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন সুমনা। এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে। সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর প্রতি ও যারা আমাকে কঠিন এই সময়ে পাশে ছিলেন, তাদের প্রতি।’

এর আগে গত ১৪ জুলাই করোনা থেকে মুক্তির খবর দেন মাশরাফী। তৃতীয় দফায় কোভিড-১৯-এর রিপোর্ট নেগেটিভ আসে বাংলাদেশি এ ক্রিকেট তারকার। শনাক্ত হওয়ার ২৪ দিন পর করোনা থেকে সেরে ওঠেন মাশরাফী। একই দিনে সুস্থ হন তাঁর ছোট ভাই মোরসালীন বিন মোর্ত্তজাও। কিন্তু সেদিন মাশরাফীর স্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। অবশেষে সুমনা হকও করো’না জয় করেছেন।

নিজের সুস্থতার খবর ফেসবুকে জানিয়ে মাশরাফী লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করো’নাভাই’রাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যাঁরা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

About Utsho

Check Also

সেই মা’রিয়াকে নিয়ে খেলায় মা’তলেন ডিসি

সাতক্ষীরার কলারোয়া উপজে’লার হেলতলা ইউনিয়নের খলিসা গ্রামে পরিবারের সব স্বজন হা’রানো সেই মা’রিয়া সুলতানা এখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *