Breaking News

এ ধরনের মানুষের সঙ্গে কাজ সম্ভব না : অনন্ত জলিল

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ হিরো আলমের সঙ্গে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেও সে অবস্থান থেকে সরে এসেছেন চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘বিতর্কিত’ কাউকে নিয়ে তিনি সিনেমা বানাতে চান না।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন অনন্ত জলিল। বলেছেন, হিরো আলমের জন্য তিনি ‘বিব্রত’ হচ্ছেন।

ফেসবুকে অনন্ত জলিল লিখেছেন, ‘আমি হিরো আলমকে নিয়ে কোনো সিনেমা বানাব না এবং পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি ফেরত নেব না! সিংহভাগ বিনোদন সাংবাদিকরা এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর আপত্তি জানাচ্ছেন। এবং রিসেন্টলি তার কিছু অ’শ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে যেন সিনেমা না বানাই। সব সময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য।’

অনন্ত জলিল আরো লেখেন, ‘দীর্ঘদিন যাবৎ আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি, চলচিত্রের প্রতিটি সংগঠনের সাথে ভালো সম্পর্ক আছে, প্রতিটি সংগঠনই আমাকে সম্মানের চোখে দেখে। তাই এই সম্মান রক্ষার্থে, বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না। চলচ্চিত্রের কোনো সংগঠনই চাচ্ছে না যে আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের প্রত্যেকটি সংগঠনের সম্মানার্থে আমিও চাই না বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে।’

কদিন আগে বেশ গোপনেই হিরো আলমকে একটি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে নেন অনন্ত জলিল। অনন্তর ইচ্ছের বাইরে গিয়ে হিরো আলম বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। তারপর থেকে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। সম্প্রতি চলচ্চিত্র সমিতিতে অনন্ত জলিল পাঁচ লাখ টাকা অনুদান দেন, সেদিনও নতুন লুকে দেখা যায় হিরো আলমকে। সেখানে তাঁর সঙ্গে জায়েদ খানকে পরিচয় করিয়ে দেন অনন্ত। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে মিশা সওদাগর ও জায়েদ খানের কিছু কথাকে কেন্দ্র করে হিরো আলমের সঙ্গে জায়েদের কথা কাটাকাটি হয়।

সেই প্রসঙ্গ টেনে অনন্ত জলিল ফেসবুকে লেখেন, ‘আরেকটি কারণ, উল্লেখ না করলেই নয়। কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হিরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম, এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও তাদেরকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করেছিলাম। মীমাংসা করে দেওয়ার পরেও একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় হিরো আলম মন্তব্য করছেন যা মোটেও কাম্য নয়। আমার এত ব্যস্ততার মাঝেও আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝে নাই। আমার মর্যাদা যেহেতু বোঝে নাই তাই আমি চাই না ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা ক্ষুণ্ণ হোক। আমি চাচ্ছিলাম, তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার, যাতে করে তার উপকার হয়।’

পোস্ট লিংক! 

সবশেষে হিরো আলমের উদ্দেশে অনন্ত জলিল লেখেন, ‘এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না। তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমি আর তাকে নিয়ে সিনেমা বানাব না। পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটি আমি চাইছি না, সেটি তাকে আমি দিয়ে দিলাম।’

চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত, যিনি চলচ্চিত্রে অনন্ত জলিল নামে পরিচিত। ২০১০ সালে ‘খোঁজ—দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন। প্রথম ছবি থেকেই বেশ আলোচিত তিনি। বড় বাজেটের ছবি দিয়ে শুধু নিজেকে আলোচনায় আনেননি, তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোও ব্যবসা সফল।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *