Breaking News

এসএমএসের দিন শেষ আসছে 5G মেসেজ

প্রচলিত টেক্সট মেসেজিং সার্ভিসকে বিদায় জানিয়ে আসছে ৫জি মেসেজ সার্ভিস। নতুন কিছু ফোনে এ সার্ভিস দেখা গেছে। ভবিষ্যতে সব ফোনে এ সার্ভিস থাকবে। শর্ট মেসেজ সার্ভিসের আপগ্রেড হচ্ছে এই ৫জি মেসেজ।

ট্র্যাডিশনাল এসএমএসে ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য প্রতিটি মেসেজে যে নির্দিষ্ট ক্যারেক্টর লিমিট থাকে, ৫জি মেসেজ সার্ভিসে সেই লেংথের কোনো সীমাবদ্ধতা থাকবে না। এ নতুন ফিচারে টেক্সট, ভিডিও, অডিও, ইমোটিকনস, কন্টাক্টসহ মাল্টিপেল ফরম্যাট সাপোর্ট করবে।

এ ছাড়া এটি যেমন অনলাইন ও অফলাইন মেসেজ সাপোর্ট করবে, তেমনি মেসেজ ব্যবহারকারীদের মেসেজ স্ট্যাটাস রিপোর্ট, মেসেজ হিস্ট্রি ম্যানেজমেন্ট স’ম্পর্কিত তথ্য সরবরাহ করবে। ৫জি মেসেজের মাধ্যমে মাল্টিমিডিয়ার দৈর্ঘ্য বা আকার নির্বিশেষেই মেসেজটি প্রাপকের কাছে পৌঁছাতে পারবে।

এ ছাড়া এসএমএসের ইউজার ইন্টারফেসে সরাসরি চ্যাটবোটের মাধ্যমেই সার্ভিস প্রোভাইডারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা সম্ভব হবে। ইউজাররা এ ফিচারের মাধ্যমে টিকিট কেনা, লজিটিকস চেকিং, ফি দেয়া প্রভৃতি কাজ করতে পারবেন।

About Utsho

Check Also

ফেসবুকে ফলোয়ার বাড়ানোর চার উপায়

বর্তমান দুনিয়ায় যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে অন্যতম একটি হল সামাজিকমাধ্যম। ইন্টারনেটভিত্তিক এই মাধ্যমের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *