Breaking News

এবার বাংলাদেশেই পাওয়া যাচ্ছে মাত্র ৯৫ হাজার টাকায় প্রাইভেট কার

বাংলাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ৯৫ হাজার টাকায় প্রাইভেট কার! এমন কথা শুনলে হয়তো অনেকের বিশ্বাসই হবে না। তবে এটি বাস্তবেও পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে।বাংলাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ৯৫ হাজার টাকায় প্রাইভেট কার! 1প্রযুক্তির আরেকটি নতুন যাত্রা হলো ইলেকট্রিক প্রাইভেটকার।

পরিবেশ বান্ধব ও খরচ কম হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে। এমনই ছোট আকার ও চমৎকার ডিজাইনের ইলেকট্রিক প্রাইভেটকার মাত্র ৯৫ হাজার টাকায় বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এই প্রাইভেটকারে আরামসে চালকসহ চার জন

চলাফেরা করতে পারবেন।জানা গেছে, বাংলাদেশের বাজারে এই ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে চায়না লোংসিদা বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। তাদের ইলেকট্রিক বাহনের মধ্যে রয়েছে ইজি বাইক, পিকআপ, ভ্যান ইত্যাদি সামগ্রী।

তবে এই ৯৫ হাজার টাকা দামের প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারি নেই। পৃথকভাবে ব্যাটারি কিনে সংযোজন করতে হবে। ওই কারে ৪টি ব্যাটারি লাগাতে হয়। যার খরচ পড়বে ৪০ হাজার টাকা।

যদিও প্রাইভেটকারের সঙ্গে ইলেকট্রিক মোটর, চার্জারসহ আনুষঙ্গিক সব কিছুই দেওয়া রয়েছে।চায়না হতে ইলেকট্রিক প্রাইভেটকারের যন্ত্রাংশ আমদানি করে গাজীপুরের মাওনার কারখানায় এই কার রূপান্তর করে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত

থেকে ক্রেতারা কারটি সম্পর্কে খোঁজও নিচ্ছেন। কেও আবার কিনেও নিচ্ছেন। এতে কারটির চাহিদা আরও বেড়েছে। সিঙ্গেল চার্জে এই প্রাইভেটকারটি অন্তত ১২০ কিলোমিটার পর্যন্ত চলবে।এই বিষয়ে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড লিগ্যাল বিভাগের ম্যানেজার শামীম হোসাইন

জানিয়েছেন, এই ইলেকট্রিক প্রাইভেটকারটি দৈর্ঘ্য সাড়ে ৭ ফুট এবং প্রস্থ ৪ ফুট। উচ্চতা সাড়ে ৫ ফুট থেকে ৬ ফুট পর্যন্ত। এর সঙ্গে আরও রয়েছে ১০০০ ওয়াটের একটি মোটর এবং চার্জ কন্ট্রোলার, ৪৮ ভোল্টের একটি চার্জার, একটি স্পেয়ার চাকা এবং একটি টুলস বক্সও।দামে বেশ সাশ্রয়ী হওয়ায় মানুষের আগ্রহ বাড়ছে এই গাড়ির প্রতি- এমনটিই জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

About Utsho

Check Also

সেই মা’রিয়াকে নিয়ে খেলায় মা’তলেন ডিসি

সাতক্ষীরার কলারোয়া উপজে’লার হেলতলা ইউনিয়নের খলিসা গ্রামে পরিবারের সব স্বজন হা’রানো সেই মা’রিয়া সুলতানা এখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *