বাংলা ছবিতে অ’ভিনয়ের মধ্য দিয়ে ১৯৭৬ সালে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছেন মিঠুন চক্রবর্তী। এরপর নিজের অ’ভিনয় দক্ষতার জো’রে বাজিমাত করেছেন বলিউড ইন্ডাস্ট্রিতেও।
শুধু ভালো অ’ভিনয় নয়, তার নাচ এবং জনপ্রিয় সংলাপগুলো আজও শোনা যায় সিনেমাপ্রে’মীদের মুখে মুখে। তবে দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন বর্ষীয়ান এই তারকা।
বাবা মিঠুন চক্রবর্তীর দেখানো পথে হেঁটেছেন তার ছে’লে মহাক্ষয় চক্রবর্তী। চাইলে সেই একই পথ অনুসরণ করতে পারেন ৬৭ বছর বয়সী এই তারকার মে’য়ে দিশানি চক্রবর্তীও।
বলতে গেলে বলিউডের ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য একেবারেই প্রস্তুত এই তারকাকন্যা। দিশানির ইনস্টগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ছবিগুলো দেখলে অন্তত সেটিই বোঝা যায়।
নিউইয়র্কের ফিল্ম একাডেমি থেকে স্নাতক শেষ করেছেন দিশানি। অ’ভিনয়ের প্রতি বেশ আগ্রহও রয়েছে তার। এছাড়া নিজের দারুণ সব ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছেন তিনি।