Breaking News

এক সময়ের হিট নায়িকার করুণ পরিণতি, এইডসে মৃত্যু!

যাকে অন্ধকার জগতে নামতে বাধ্য করেছিলেন একাধিক পরিচালক এবং প্রযোজক। অথচ নিশা নুর নামে ওই দক্ষিণী অভিনেত্রী তখন দক্ষিণী সিনেমার বিখ্যাত নাম। কমল হাসান, রজনীকান্ত সহ একাধিক শীর্ষ নায়কের সঙ্গে কাজ করেছিলেন নিশা।

তামিল, তেলেগু এবং মালায়ালম-তিন ভাষার ছবিতেই অভিনয় করতেন তিনি। বালাচন্দ্রণ, ভিশু, চন্দ্রশেখরের মতো তখনকার সময়ে নামী সব পরিচালকের ছবিতে কাজও করেছিলেন। গ্ল্যামার আর বিখ্যাত হওয়ার স্বপ্ন নিয়ে ফিল্মি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন নীশা।

বরাবরই স্বপ্ন দেখতেন কমল হাসান, রজনীকান্তদের সঙ্গে সিনেমা করার। ৮০-র দশকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখা নিশা ১৯৮৬ সালে কল্যানা আগাথিগাল, ১৯৯০ সালে আইয়ার দ্য গ্রেট এবং ১৯৮১ সালে টিক টিক টিক-এর মতো ছবিতে অভিনয় করে যথেষ্টই খ্যাতি পেয়েছিলেন নিশা। এহেন নিশা আচমকাই নিখোঁজ হয়ে যান।

প্রায় এক দশকেরও বেশি সময় পরে চেন্নাইয়ের রাস্তার ধারে একটি দরগার সামনে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গ্ল্যামারার্স নিশার চেহারা তখন একেবারেই অস্থি-চর্মসার। মাথা থেকে শরীর সর্বত্র উঁকুনে ভর্তি।

ঠিক করে কথাও বলতে পারছিলেন না নিশা। চেন্নাইয়ের তামাবারামে একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। যাবতীয় পরীক্ষা-নিরিক্ষার পর জানা যায় নিশার শরীরে বাসা বেঁধেছে মারণব্যাধি এডস।

খ্যাতির শিরোনামে থাকার সময়ই নিশাকে অন্ধকার জগতের ব্যবসায় নামতে বাধ্য করেছিলেন কয়েকজন প্রযোজক এবং পরিচালক। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও জানাজানি হয়ে যায় তার খবর। এর জেরে নিশার সঙ্গে কাজ করতে অস্বীকার করেন প্রথমসারীর নায়করা।

এমনকী, অন্যান্য সব অভিনেতা-অভিনেত্রীও আস্তে আস্তে নিশার সঙ্গে কাজ করতে অস্বীকার করেন। হাতে কাজ না থাকায় আর্থিক অনটনে পড়েন নিশা। এর পরেই আচমকা একদিন নিখোঁজ হয়ে গিয়েছিলেন এই নায়িকা।

রাস্তার ধার থেকে উদ্ধার হওয়ার সময় নিশার শারীরিক অবস্থা ভাল ছিল না। এডসে আক্রান্ত নিশা ২০০৭ সালে মারা যান। ফিল্মি ইন্ডাস্ট্রির অন্ধকারে তলিয়ে যাওয়া নিশাকে শেপর্যন্ত নিজের জীবন দিয়েই এর মূল্য চোকাতে হয়। নিশার মতো হাল যেন কারোর না হয়, তা আজও নাকি প্রার্থনা করেন অভিনেত্রীরা।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *