Breaking News

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন শারমিন

কুমিল্লার লাকসামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ। বুধবার (১২ আগস্ট) দুপুরে লাকসাম জেনারেল হাসপাতা’লে অ’পারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তিন ছে’লে ও দুই মে’য়ে সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূ শারমিন আক্তার উপজে’লার উত্তরদা ইউনিয়নের মাদরাসা শিক্ষক হাফেজ মা’ওলানা মিজানুর রহমানের স্ত্রী’। লাকসাম জেনারেল হাসপাতা’লের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান,

সকালে প্রসূতি ওই গৃহবধূ হাসপাতা’লে ভর্তি হন। এরপর ডা. লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে কোনো অ’পারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তিন ছে’লে ও দুই মে’য়েসহ পাঁচ সন্তানের জন্ম দেন তিনি।

এ খবর এলাকায় জানাজানি হলে উৎসুক লোকজন হাসপাতা’লে ভিড় জমান। বিকেলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতা’লে পাঠানো হয়েছে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছেন।

পাঁচ সন্তানের বাবা হাফেজ মা’ওলানা মিজানুর রহমান বলেন, ‘এর আগে আমাদের প্রথম সন্তান হয়ে মা’রা যায়। বর্তমানে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম নেওয়ায় আমি ও আমা’র পরিবারের সদস‌্যরা অনেক খুশি। মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমা’র সন্তানদের জন্য সবার কাছে দোয়া চাই।’

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *