Breaking News

এই লক্ষণগুলো ডাক্তারের কাছে গোপন করবেন না

কোনো বিপদে পড়লে সবার আগে আমরা তাঁদের কাছে ছুটে যাই। তাঁরা ছাড়া মানবজাতি অচল। আজ তাঁরা আছেন বলেই আমরা সুস্থভাবে বেঁচে আছি। নিশ্চয়ই বুঝতে পারছেন, কাদের কথা বলছি। হ্যাঁ, তাঁরা হলেন চিকিৎসক বা ডাক্তার। সমাজের জরুরি বিভাগে কাজ করা এক অন্যতম যোদ্ধা।

মহা’মারি করো’নাভাই’রাসের সময় সবাই যখন আতঙ্কে ওষ্ঠাগত, তখন রোগীর সেবা করতে ও সুস্থ করে তুলতে এগিয়ে এসেছেন ডাক্তার, নার্সরা। কখনো পিছপা হননি তাঁরা।

স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের মধ্যে এমন অনেকে আছেন, যাঁরা ডাক্তারের কাছে নিজের রোগ নিয়ে সত্যি কথা বলেন না। কিন্তু নিজেদে সুস্থ থাকতে এবং রোগ নির্ণয়ে ডাক্তারদের সাহায্য করতে, আমাদের সর্বদা সত্যি কথা বলা উচিত। এ ছাড়া এমন কিছু রোগ রয়েছে যা আমরা সাধারণ ভেবে এড়িয়ে চলি। কোনো ধরনের রোগ বা রোগের লক্ষণ কখনো ডাক্তারের কাছে এড়িয়ে যাওয়া উচিত নয়।

আসুন, আমরা জেনে নিই কোন কোন শারীরিক লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে এড়িয়ে যাওয়া ঠিক নয়—

পেটের ব্যথা ও ফোলা ভাব

যদি আপনারা পেটে অসহ্য ব্যথা হয় এবং পেট ফুলে যায়, তবে দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। কারণ পেট ফুলে যাওয়া কেবল খাবারের সমস্যার কারণে হয়- তা কিন্তু একেবারেই নয়, বরং আলসার, গ্যাস্ট্রিক অ্যালার্জির মতো কঠিন রোগের উদ্ভবের কারণেও দেখা দিতে পারে। আর পেটব্যথার পাশাপাশি যদি আপনি বমি-বমি ভাব, ডায়রিয়া, ওজন হ্রাস অনুভব করেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

হঠাৎ শ্রবণশক্তি হ্রাস

এই ধরনের অসুখ শুধু ঠাণ্ডা লাগা বা কানে ময়লা জমে যাওয়ার কারণে যে হয়- তা কিন্তু একেবারেই নয়, হঠাৎ শ্রবণশক্তি হ্রাস অডিটরি নার্ভে টিউমার বা মাল্টিপল স্ক্লেরোসিস (Multiple Sclerosis)-এর লক্ষণও হতে পারে, তাই একে অবহেলা করা উচিত নয়।

অতিরিক্ত মাথাব্যথা

বর্তমানে মাথাব্যথা একটি স্বাভাবিক অসুখ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু দিনের পর দিন যদি আপনার অসহ্য মাথাব্যথা লেগেই থাকে তবে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন। কারণ, অবহেলা থেকে পরে ব্রেন টিউমার, স্ট্রোক ইত্যাদির মতো সমস্যা দেখা দিতে পারে।

প্রস্রাবের সমস্যা

স্নায়ু বা কিডনির সমস্যা, হার্নিয়া বা টিউমার হওয়ার ফলে প্রস্রাবের সমস্যা দেখা দেয়। এই রোগ থেকে উপশম পেতে প্রথম পদক্ষেপ হিসেবে গ্রহণ করতে পারেন প্রচুর পরিমাণে পানি পান। তবে এটিও যদি কাজ না করে তবে অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

মাথা ঘোরা

আমরা অনেকেই ভাবি দুর্বলতা বা রোদে হাঁটার ফলে মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। কিন্তু না, স্ট্রোক সিন্ড্রোমের মতো অন্তর্নিহিত কারণগুলোর জন্য মাথা ঘোরা আছে কি না, তা সন্ধানের চেষ্টা করুন। তাই চিকিৎসকের পরামর্শ নিন।

ব্যাক পেইন

আধুনিক জীবনযাত্রায় ব্যাক পেইন সাধারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেকেই মনে করি, সাধারণত পিঠে ব্যথা মানেই বসা বা শোওয়ার কোনো সমস্যা থেকেই এটি দেখা যায়। তবে সব ক্ষেত্রে তা ভাববেন না, এটি শরীরের অভ্যন্তরের কোনো গুরুতর সমস্যা থেকেও হতে পারে। তাই রোগটি নির্ণয় করতে ডাক্তারের পরামর্শ নিন।

দৃষ্টিশক্তি হ্রাস

এই লক্ষণকে কখনো উপেক্ষা করা উচিত নয়। কারণ হঠাৎ দৃষ্টিশক্তির সমস্যা স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলোর একটি। তাই অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন।

এ ছাড়া এমন কিছু লক্ষণ রয়েছে যা কখনো আড়াল করা উচিত নয়, যেমন ব্রেস্ট লাম্প (Breast Lump), টেস্টিকলস লাম্প (Testicles Lump), মলে রক্ত, ওজন হ্রাস, হঠাৎ জ্বর, গলাব্যথা বা মুখে ঘা, ক্রমাগত কাশি ইত্যাদি। শারীরিক যেকোনো সমস্যা দেখা দিলে, দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক নয়।

About Utsho

Check Also

২ খাবার খেলে স্মৃ’তিশ’ক্তি বাড়ে

প্রতিদিন আপনার স্মৃ’তিশ’ক্তি কমে যাচ্ছে? কিচ্ছু মনে রাখতে পাড়ছেন না? আর টেনশন করবেন না। এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *