Breaking News

আল্লাহর দরবারে শেষ বি’চারের দিন কি উত্তর দেবেন, তাঁর জন্য প্র’স্তুতি নেন

বুক ভর্তি এত ময়লা-আবর্জনা, জিঘাংসা, ঈর্ষা ও অন্তরের দ্বিচারিতা নিয়ে মহান আল্লাহর পবিত্র ঘরে পা ফেলেন কিভাবে?

আমরা নামাজ, রোজা আদায় করছি ঠিকই কিন্তু এসবের পেছনে উদ্দেশ্য ও বার্তা কি তা ভুলে বসে আছি! প্রিয় নবীকে ভালবাসি পাগলের মত কিন্তু তাঁর আদর্শ ও জীবনাচরণের ছিটেফোঁটাও নিজেদের মাঝে ধারণ করি না।

মহান আল্লাহ সুবহানাল্লাহ তায়ালাকে, প্রিয় রাসূলকে শুধু ফেসবুকে ভালবাসি বললেই বুঝি ভালবাসা হয়ে যায়? ‘ইসলামকে মানি অনেক কিন্তু জানি অনেক কম’ এই শ্রেণিভুক্ত মানুষ সমাজে কম নেই!

চিন্তা করেন না, আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিন ইসলামের এই ক্ষতি সাধনের জন্য, কাঠগড়ায় আপনাদেরও দাঁড় করাবেন। বেঁচে তো আর সারাজীবন থাকবেন না, মৃত্যুর স্বাদ নিতেই হবে। আল্লাহর দরবারে শেষ বিচারের দিন কি উত্তর দেবেন, তাঁর জন্য প্রস্তুতি নেন।

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *