সুশান্তের বাবা কৃষ্ণ কি’শোর সিংহ ছে’লের বান্ধবী রিয়ার বি’রুদ্ধে পটনার রাজীব নগর পু’লিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেন। এফআইআর-এ রিয়ার বি’রুদ্ধে একের পর এক বি’স্ফো’রক দাবি করা হয়।
আর্থিক প্রতারণা, মানসিক চাপ দেওয়াসহ একাধিক অ’ভিযোগ ছিল তাতে। বলা হয় সুশান্তের আত্মহ’ত্যার পিছনে ছিল রিয়াই। এই এফআইআর দায়েরের পর ৪ সদস্যের পটনা পু’লিশ বুধবার মুম্বাইতে আসে বিষয়টির ত’দন্ত করতে।
জানা যায়, এরপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না রিয়ার। এমনকি পাটনা পু’লিশের পক্ষ থেকেও রিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে অ’ভিনেত্রীর সন্ধান শুরু করেছে পু’লিশ। কোথায় গিয়ে লুকিয়ে রয়েছেন রিয়া, তা জানতে শুরু হয়েছে ত’দন্ত।