Breaking News

আজ দেশের যেসব এলাকায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৫০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আজ শুক্রবার (৩১ জুলাই)।

জে’লার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এই ৫০টি গ্রামের মু’সলিম সম্প্রদায়ের ধ’র্মপ্রা’ণ মু’সল্লিরা ধ’র্মীয় এই উৎসবে যোগ দেবেন। এই জন্য শুক্রবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নিজ নিজ গ্রামে ঈদের নামাজের জামায়াত আদায় করবেন তারা।

জে’লার হাজীগঞ্জের সাদ্রা সিনিয়র মাদরাসা, বলাখাল, সমেশপুর, ফরিদগঞ্জের বদরপুর, টোরামুন্সিরহাট, উভা’রামপুর, মতলব উত্তর ও শাহরাস্তি উপজে’লার ৫০টি গ্রামে সকাল ৯টা থেকে ১০টা মধ্যে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরে এসব এলাকার ধ’র্মপ্রা’ণ মু’সলিম’রা পশু কোরবানি দেবেন। তবে অন্যবছর ঈদগাহে এমন ঈদের জামাত অনুষ্ঠিত হলেও এই প্রথম করো’না পরিস্থিতির কারণে এলাকার ম’সজিদগুলোতে তারা এসব জামায়াতে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

About Utsho

Check Also

খৃষ্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সাবেক বিশ্ব সুন্দরী মার্কেটা

চেক প্রজাতন্ত্রের সাবেক বিশ্ব সুন্দরী মার্কেটা কোরিনকোভা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খৃষ্ট ধর্ম ত্যাগ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *